ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। একটা সময় নিজেও এই রোগে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন লড়াই করে মৃত্যুকে হার মানিয়ে ফিরে এসেছিলেন। তাই যুবরাজ ভালো করেই জানেন এই রোগে যারা আক্রান্ত হন তাদের কষ্টটা। সেই কারণে বিশ্ব ক্যানসার সচেতনতা দিবসের প্রাক্কালে একটি পোস্ট করলেন তিনি। যেখানে নিজের একটি উল্টো ছবি পোস্ট করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। একই সঙ্গে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে পালিত হবে বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিনটি পালন করা হয়ে থাকে।
নিজের এক্স হ্যান্ডেলে যুবরাজ সিং উল্টো ছবি পোস্ট করে লিখেছেন, ‘কী মনে হয় আমি ভুল ছবি পোস্ট করেছি? না, আমি করিনি। আমি এটা উল্টো পোস্ট করেছি কারণ ক্যানসার মানুষের জীবনকে উল্টো করে দেয়।’ তিনি আরও যোগ করেছেন, ‘সামনেই বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস। আসুন আমার সবাই মিলে এই রোগে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াই। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার পাশে এসে দাঁড়ান- নিজের উল্টো ছবি পোস্ট করুন। আমায় এবং@youwecan-এ ট্যাগ করুন এবং নিজের সমর্থন জানান। আসুন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশ্বকে উল্টে দিই।’
যুবরাজ সিং, যিনি ভারতের সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। এমএস ধোনির নেতৃত্বে টি-২০ এবং ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের সাফল্যের সময় যুবরাজকে বড় ভূমিকায় দেখা গিয়েছিল। ২০১১ বিশ্বকাপে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছিলেন। প্রতিযোগিতায় তিনি ৯টি ম্যাচে ৯০.৫০ গড়ে ৩৬২ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে ৫.০২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন।
তবে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ের পর, তিনি ক্যানসারে আক্রান্ত হন। ম্যাচ জিতিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এরপর যুবরাজ সিং অবাক করে সুস্থ হয়ে ভারতীয় দলে ফিরে আসেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআইতে সেঞ্চুরি করেন। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি খারাপ পারফরম্যান্সের পর তাঁকে উপেক্ষা করা হয়েছিল। ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন যুবি।