২০২৪ আইপিএলে দুরন্ত পারফরমেন্স করে সকলের তাক লাগিয়ে দিয়েছিেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ২৩ বছর বয়সী সহজ সরল সদা হাস্য ছেলেদের মনের ভিতর যে বোলারদের শাসন করার এমন জেদ রয়েছে সেটা এবারের আইপিএল না দেখলে বোঝাই যেত না। প্রথম ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং করলেও তিনি সুযোগ সেভাবে কাজে লাগাতে না পারায় পঞ্জাব তনয়ের কাছে সুযোগ চলে এসেছিল নিজেকে প্রমাণের, আর সেই পরীক্ষায় লেটার মার্কস পেয়েই পাশ করেন এই ক্রিকেটার। পার্টনার ট্রাভিস হেজকে সঙ্গী করে প্রতিপক্ষ বোলারদের ওপর কার্যত বুলডোজার চালিয়ে দিয়েছিলেন তিনি। তাতেই তিনি সকলের নজরে চলে আসেন। এবার তাঁকেই জন্মদিনে মজার ছলে শুভেচ্ছা জানালেন তাঁর গুরু তথা বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং।
বরাবরই অভিষেক শর্মা আইপিএলের মঞ্চে নিজের সাফল্য পাওয়ার পর কৃতিত্ব দিয়েছেন গুরু যুবরাজ সিংকে। তাঁর হাত ধরেই অলরাউন্ডার অভিষেক হয়ে উঠেছিলেন নিজের রোল আইকনের মতো। এক আইপিএলে সর্বোচ্চ ছয় মারার নজিরও গড়েন তিনি। শুধু তাই নয়, পাশে ট্রাভিস হেড-এনরিখ ক্লাসেনরা থাকলেও, তাঁদের টপকে এবারের আইপিএল সবচেয়ে বেশি ছয় মারেন পঞ্জাব তনয়। সেই দেখেই তাঁকে মজা করে যুবি বললেন, আগামী একটা বছরের যেন ছয়ের পাশাপাশি তাঁর থেকে সিঙ্গল রানও দেখতে পান সকলে।
অভিষেক শর্মাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন অভিষেক স্যার। আশা করব এবছরে যতবার তুমি বল মাঠের বাইরে পাঠাবে, ততবার সিঙ্গল রানও নেবে। এভাবেই পরিশ্রম করে যাও। আগামী একটা বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ’।
আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…
উল্লেখ্য শুধুমাত্র আইপিএল নয়, কয়েক সপ্তাহ আগে জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে প্রথম ম্যাচে ০ রানে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। তাণ্ডবলিলা চালান জিম্বাবোয়ে বোলারদের ওপরে। করেন মাত্র ৪৬ বলে শতরান। ভারতের হয়ে টি২০ ফরম্যাটে তৃতীয় দ্রুততম শতরানের মালিক অভিষেকই। তাঁকেই এবার মজার উপদেশ দিলেন তাঁর কোচ, মেন্টর, ফিলোজফার।