বাংলা নিউজ > ক্রিকেট > যতবার ছয় মারবে, ততবার সিঙ্গলও নিতে হবে! জন্মদিনে অভিষেককে মজার বার্তা যুবির…

যতবার ছয় মারবে, ততবার সিঙ্গলও নিতে হবে! জন্মদিনে অভিষেককে মজার বার্তা যুবির…

অভিষেক শর্মা। ছবি- এপি (AP)

অভিষেক শর্মাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন অভিষেক স্যার। আশা করব এবছরে যতবার তুমি বল মাঠের বাইরে পাঠাবে, ততবার সিঙ্গল রানও নেবে। এভাবেই পরিশ্রম করে যাও। আগামী একটা বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ’।

২০২৪ আইপিএলে দুরন্ত পারফরমেন্স করে সকলের তাক লাগিয়ে দিয়েছিেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ২৩ বছর বয়সী সহজ সরল সদা হাস্য ছেলেদের মনের ভিতর যে বোলারদের শাসন করার এমন জেদ রয়েছে সেটা এবারের আইপিএল না দেখলে বোঝাই যেত না। প্রথম ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং করলেও তিনি সুযোগ সেভাবে কাজে লাগাতে না পারায় পঞ্জাব তনয়ের কাছে সুযোগ চলে এসেছিল নিজেকে প্রমাণের, আর সেই পরীক্ষায় লেটার মার্কস পেয়েই পাশ করেন এই ক্রিকেটার। পার্টনার ট্রাভিস হেজকে সঙ্গী করে প্রতিপক্ষ বোলারদের ওপর কার্যত বুলডোজার চালিয়ে দিয়েছিলেন তিনি। তাতেই তিনি সকলের নজরে চলে আসেন। এবার তাঁকেই জন্মদিনে মজার ছলে শুভেচ্ছা জানালেন তাঁর গুরু তথা বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং।

আরও পড়ুন-Intercontinental Cup- ১৭৯-এ থাকা মরিশাসের সঙ্গেও ড্র! ম্যানোলো বললেন,‘এর থেকে খারাপ আর ভারত খেলবে না’…

বরাবরই অভিষেক শর্মা আইপিএলের মঞ্চে নিজের সাফল্য পাওয়ার পর কৃতিত্ব দিয়েছেন গুরু যুবরাজ সিংকে। তাঁর হাত ধরেই অলরাউন্ডার অভিষেক হয়ে উঠেছিলেন নিজের রোল আইকনের মতো। এক আইপিএলে সর্বোচ্চ ছয় মারার নজিরও গড়েন তিনি। শুধু তাই নয়, পাশে ট্রাভিস হেড-এনরিখ ক্লাসেনরা থাকলেও, তাঁদের টপকে এবারের আইপিএল সবচেয়ে বেশি ছয় মারেন পঞ্জাব তনয়। সেই দেখেই তাঁকে মজা করে যুবি বললেন, আগামী একটা বছরের যেন ছয়ের পাশাপাশি তাঁর থেকে সিঙ্গল রানও দেখতে পান সকলে।

আরও পড়ুন-ফাইনালে ওঠা হল না বোপান্নাদের,সেমিতে হার! ১৫ বছর পর US Open-এ খরা কাটছে মার্কিনদের,সেমিতে রিটজ-টিয়াফো…

অভিষেক শর্মাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন অভিষেক স্যার। আশা করব এবছরে যতবার তুমি বল মাঠের বাইরে পাঠাবে, ততবার সিঙ্গল রানও নেবে। এভাবেই পরিশ্রম করে যাও। আগামী একটা বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ’।

আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…

উল্লেখ্য শুধুমাত্র আইপিএল নয়, কয়েক সপ্তাহ আগে জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে প্রথম ম্যাচে ০ রানে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। তাণ্ডবলিলা চালান জিম্বাবোয়ে বোলারদের ওপরে। করেন মাত্র ৪৬ বলে শতরান। ভারতের হয়ে টি২০ ফরম্যাটে তৃতীয় দ্রুততম শতরানের মালিক অভিষেকই। তাঁকেই এবার মজার উপদেশ দিলেন তাঁর কোচ, মেন্টর, ফিলোজফার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়, রতন টাটাকে শেষ দেখা দেখতে দীর্ঘ লাইন মুম্বইতে রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রকে ১৫,০০০ কোটি টাকা লোন দেবে বিশ্বব্যাংক 'তখন টেপজামা পরে পাঁচিলে হাঁটছি…', এককালের 'মামা' সব্যসাচী বদলে হলেন মিঠুর বর টেস্টে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরান ব্রুকের! পাকিস্তান মাটিতেই ধুয়ে দিলেন আমিরদের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.