ইডেন গার্ডেন্সে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। ৭ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে নজর কাড়েন অভিষেক শর্মা। চার-ছক্কার বন্যায় ক্রিকেটের নন্দনকাননকে মাতিয়ে রেখেছিলেন এই পঞ্জাবতনয়। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান তুলতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। প্রথম দিকে মারকাটারি ব্যাটিং শুরু করেন সঞ্জুই। তিনি ২৬ রানে প্যাভিলিয়নে ফিরতেই রং বদলান অভিষেক। হয়তো আর কিছু রান বেশি হলে এদিন তাঁর ব্যাট থেকে শতক দেখতে পাওয়া যেত। যদিও একবারে শেষ বেলায় আউট হয়ে গিয়েছিলেন তিনি।
অভিষেকের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সকলে। তাঁকে নিয়ে প্রশংসার সুর শোনা গেল প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের গলায়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে যুবি গোটা ভারতীয় দলের প্রশংসা করেন। অভিষেককে মজা করে ‘স্যার’ বলে সম্মোধন করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বড় শটের পাশাপাশি অভিষেক যে ঝুঁকি বুঝে সঠিক সময় সঠিক শট খেলেছেন সেটারও প্রশংসা করেন তিনি। যুবরাজ লিখেছেন, ‘সিরিজের শুরুটা ভালো হয়েছে ছেলেদের! আমাদের বোলাররা খুবই ভালো শুরু করেছিল এবং অসাধারণ খেলেছেন স্যার অভিষেক শর্মা, সেরা নক ছিল। একই সঙ্গে আমি তোমার ২টো ডাউন দ্য গ্রাউন্ড বাউন্ডারি দেখেও মুগ্ধ হয়েছি।’
অভিষেক শর্মা এদিন ওপেন করতে এসে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে মারেন ৫টি চার এবং ৮টি ছয়। ২০২৪ আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। জিম্বাবোয়ে সিরিজে দুরন্ত ইনিংসের পর খারাপ ফর্মের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাঁকে। সেই সময় ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য যুবরাজ সিংয়ের পরমার্শ নিয়েছিলেন অভিষেক। এরপরই তিনি গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজে রানে ফেরেন, সেই ফর্ম বজায় রাখলেন ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। ম্যাচের শেষে অভিষেক শর্মা জানান, তিনি যেই ভাবে খেলতে চেয়েছিলেন সেই ভাবেই খেলতে পেরেছেন। এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এরপর ভারতের দ্বিতীয় টি-২০ ম্যাচ রয়েছে ২৫ জানুয়ারি। আশা করা যায় সেই ম্যাচেও নিজের ফর্ম বজায় রাখবেন অভিষেক।