ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইন্ডিয়া মাস্টার্স দল। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে তারকাখচিত স্কোয়াড নিয়ে লড়াইয়ে নামবে ভারতীয় দল। যদিও বেশ কয়েকজন সুপারস্টারের নাম নেই ১৫ জনের স্কোয়াডে।
টুর্নামেন্টে সচিনের দলের হয়ে মাঠে নামবেন যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো তারকা অল-রাউন্ডার। ইউসুফ-ইরফান, দুই ভাইকে ফের খেলতে দেখা যাবে একসঙ্গে। মাঠে নামবেন আম্বাতি রায়াড়ু। বিসিসিআই সভাপতির রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনিও মাঠে নামবেন ইন্ডিয়া মাস্টার্স দলের হয়ে।
বোলিং বিভাগে থাকছেন ধাওয়াল কুলকার্নি, বিনয় কুমারের মতো তারকা। যদিও হরভজন সিংয়ের নাম নেই স্কোয়াডে। অর্থাৎ, এই টুর্নামেন্টে মাঠে নামবেন না টার্বুনেটর। সাম্প্রতিক সময়ে শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা, পার্থিব প্যাটেল, মহম্মদ কাইফদেও দেখা গিয়েছে লেজেন্ডদের লিগে মাঠে নামতে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার তথা বিশেষজ্ঞ হিসেবে ব্যস্ত থাকবেন অনেকেই। সম্ভবত সেই কারণেই বেশ কয়েকজন ভারতীয় সুপারস্টারকে দেখা যাবে না এই টুর্নামেন্টে।
কবে শুরু হবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ
আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। ১৬ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমান্তরালে চলবে এই টুর্নামেন্ট। নবি মুম্বই, লখনউ ও রায়পুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলি।
কতগুলি দল অংশ নেবে টুর্নামেন্টে
ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, এই ৬টি দেশের প্রাক্তন তারকাদের দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ভারতকে নেতৃত্ব দেবেন সচিন। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শেন ওয়াটসন। ইংল্যান্ডের নেতা ইয়ন মর্গ্যান। ব্রায়ান লারার নেতৃত্বে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন জ্যাক কালিস।
আরও পড়ুন:- ODI-তে দ্রুততম ৬০০০ রান, কোহলিকে টপকে আমলার বিশ্বরেকর্ড ছুঁলেন বাবর আজম
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের জন্য ভারতের স্কোয়াড
সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি, বিনয় কুমার, শাহবাজ নদিম, রাহুল শর্মা, নমন ওঝা, পবন নেগি, গুরকিরৎ সিং মন ও অভিমন্যু মিঠুন।
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
কুমার সাঙ্গাকারা (ক্যাপ্টেন), রমেশ কালুবিথরনা, আশান প্রিয়ঞ্জন, উপুল থরঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু থিরিমানে, চিন্তকা জয়সিংহে, সিক্কুগে প্রসন্ন, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, ধামিকা প্রসাদ, সুরঙ্গ লাকমল, দিলরুয়ান পেরেরা, আসেলা গুণরত্নে ও চতুরঙ্গ ডি'সিলভা।