এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে জায়গা পাওয়া নিতান্ত মুশকিল দেখাচ্ছে যুজবেন্দ্র চাহালের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এবার রাজ্য দলেও উপেক্ষিত থাকলেন তারকা স্পিনার। বিজয় হাজারে ট্রফির নক-আউট রাউন্ডের জন্য হরিয়ানার লিস্ট-এ দলে জায়গা হয়নি তাঁর।
চাহালকে এর আগে বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের জন্যও বেছে নেওয়া হয়নি। চাহালকে ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানা গ্রুপ লিগের সাত ম্যাচে ছয়টি জয় তুলে নেয়। ২৪ পয়েন্ট সংগ্রহ করে এ-গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে তারা এবং নক-আউটের টিকিট নিশ্চিত করে।
স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার বাংলার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানার হয়ে মাঠে নামা হয়নি যুজির। প্রি-কোয়ার্টারের আগে হরিয়ানার নির্বাচকরা স্কোয়াডে কিছু রদবদল করেন তবে সাদা বলের বিশেষজ্ঞ চাহালকে ফের বঞ্চিত করা হয়। যুজবেন্দ্র চাহাল না খেলায়, বিজয় হাজারের প্রি-কোয়ার্টারে বাংলার সুবিধা হয় সন্দেহ নেই।
ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় হরিয়ানা ক্রিকেট সংস্থার এক কর্তা স্পষ্ট করে দেন যে, চাহালের বাদ পড়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যার কোনও সম্পর্ক নেই। নিতান্ত ক্রিকেটীয় কারণেই দলে রাখা হয়নি যুজিকে।
হরিয়ানা ক্রিকেট সংস্থার কর্তা এক্ষেত্রে বলেন, ‘আমরা ওর (চাহালের) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা ভবিষ্যতের দিকে নজর রেখে কয়েকজন তরুণকে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি। লেগ-স্পিনার অল-রাউন্ডার পার্থ বৎসকে আমরা এই মঞ্চটাকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি।’
উল্লেখ্য, যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এখন তুঙ্গে। ব্যক্তিগত জীবনের এই সমস্যা যদি যথার্থ হয়, তবে ক্রিকেট মাঠে নিজেকে ব্যস্ত রেখে অন্যদিকে মন ঘোরানোর সুযোগ হয়নি চাহালের।
বাংলার বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে কাদের মাঠে নামায় হরিয়ানা
বাংলার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানা মাঠে নামায় আর্শ রঙ্গ, হিমাংশু রানা, দীনেশ বনা (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, অমিত রানা, অংশুল কাম্বোজ, সুমিত কুমার, অঙ্কিত কুমার (ক্যাপ্টেন), নিশান্ত সিন্ধু, আদিত্য কুমার ও পার্থ বৎসকে।
হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার কাদের মাঠে নামায় বাংলা
হরিয়ানার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা মাঠে নামায় সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), অভিষেক পোড়েল (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ শামি, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, সায়ন ঘোষ ও সুদীপ চট্টোপাধ্যায়।