সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের আঙিনায় ঘোরাফেরা করলেও যুজবেন্দ্র চাহাল টিম ইন্ডিয়ার টেস্ট টিমে জায়গা পান না। টেস্টে জাতীয় নির্বাচকদের ভাবনায় নেই বলেই সম্ভবত বাংলাদেশ সিরিজের আগে দলীপের মঞ্চে যুজি চাহালকে যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করেননি অজিত আগরকররা। তবে কাউন্টির মঞ্চে চাহাল বুঝিয়ে দিচ্ছেন, সুযোগ পেলে লাল বলের ক্রিকেটেও চমক দেখাতে পারেন তিনি।
চাহাল এবছর কাউন্টি ক্রিকেট খেলছেন নর্দাম্পটনশায়ারের হয়ে। এই দলের হয়েই মাঠে নামছেন আরও এক ভারতীয় তারকা পৃথ্বী শ। চাহাল নর্দাম্পটনশায়ারের হয়ে কেন্টের বিরুদ্ধে ওয়ান ডে কাপের একটি ম্যাচে মাঠে নেমে ৫ উইকেট দখল করেন। এবার ডার্বিশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
নর্দাম্পটনশায়ার প্রথম ইনিংস ২১৯ রান তুলেও ৫৪ রানের লিড পেয়ে যায়। তারা ডার্বিশায়ারকে প্রথম ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে দেয় শুধুমাত্র চাহালের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। যুজি প্রথম ইনিংসে ১৬.৩ ওভার বল করে ২টি মেডেন-সহ ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার তোলে ২১১ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তারা জয়ের জন্য ডার্বিশায়ারের সামনে লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ২৬৬ রানের। সুতরাং, ডার্বিশায়ারের জয়ের লক্ষ্য এমন কিছু বড় ছিল না। তবে ফের বল হাতে চমক দেখান যুজবেন্দ্র। তিনি দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৪ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন।
আরও পড়ুন:- CFL 2024: প্রবল বৃষ্টিতে জল থৈ থৈ মাঠ, হাফ-টাইমেই স্থগিত মহামেডান-ভবানীপুর ম্যাচ
ডার্বিশায়ার শেষ ইনিংসে অল-আউট হয় ১৩২ রানে। ১৩৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নর্দাম্পটনশায়ার। দুই ইনিংস মিলিয়ে চাহাল দখল করেন ৯টি উইকেট। যুজি চূড়ান্ত সফল হলেও পৃথ্বী ব্যাট হাতে নজর কাড়তে পারেননি এই ম্যাচে। তিনি প্রথম ইনিংসে ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন। পৃথ্বী দ্বিতীয় ইনিংসে ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন।
নর্দাম্পটনশায়ার বনাম ডার্বিশায়ার ম্যাচের ফলাফল
ঘরের মাঠে ডার্বিশায়ারের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। তারা প্রথম ইনিংসে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নামা ডার্বিশায়ারের প্রথম ইনিংস মাত্র ১৬৫ রানে গুটিয়ে দেয় নর্দাম্পটনশায়ার। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৫৪ রানের লিড পেয়ে যায় নর্দাম্পটনশায়ার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার সংগ্রহ করে ২১১ রান। ডার্বিশায়ারের শেষ ইনিংসে গুটিয়ে যায় ১৩২ রানে। ১৩৩ রানে ম্যাচ জেতে নর্দাম্পটনশায়ার।