কাউন্টি চ্যাম্পিয়নশিপ ২০২৫ মরশুমের জন্য নার্দাম্পটনশায়ারে ফিরতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। ২০২৪ সালে এই ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন চাহাল। ভারতীয় লেগ-স্পিনারের নতুন চুক্তি অনুযায়ী, তিনি জুন মাসে নার্দাম্পটনশায়ারে দলে যোগ দেবেন। আসলে আইপিএল ২০২৫ শেষে পঞ্জাব কিংসের জামা ছেড়ে নার্দাম্পটনশায়ারের জার্সি গায়ে তুলবেন যুজবেন্দ্র চাহাল। ইংল্যান্ডের মরশুম শেষ হওয়া পর্যন্ত নার্দাম্পটনশায়ারের হয়েই খেলবেন।
চাহাল কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে কাপে উভয় ফরম্যাটেই খেলবেন, এবং তার প্রথম ম্যাচ ২২ জুন মিডলসেক্সের বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালে, তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। কাউন্টি কেরিয়ারে প্রথম ম্যাচেই কেন্টের বিরুদ্ধে ওয়ানডে কাপে পাঁচ উইকেট নিয়েছিলেন চাহাল এবং পরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিরুদ্ধে অবিশ্বাস্য ৯-৯৯ বোলিং ফিগার তুলে নেন, যা তার কেরিয়ারের সেরা পারফরম্যান্স।
তার পারফরম্যান্স দলকে টানা দুই ম্যাচে জয় এনে দেয়, ডার্বিশায়ার ও লেস্টারশায়ারের বিরুদ্ধে। পুরো মরশুমে যুজবেন্দ্র চাহাল মাত্র চারটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ১৯টি উইকেট নেন, গড় ২১।
আরও পড়ুন … ইংল্যান্ডে গম্ভীর নিজের ‘ট্রাম্প কার্ড’ খেলবে, মিস্ট্রি স্পিনার নিয়ে সিধুর পরামর্শ
চাহাল বলেন, ‘আমি গতবার এখানে খেলে দারুণ উপভোগ করেছি, তাই আবার ফিরে আসতে পেরে ভীষণ খুশি। ড্রেসিং রুমে দারুণ কিছু মানুষ আছে, এবং আবার তাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। আমরা গত মরশুমের শেষ দিকে দারুণ ক্রিকেট খেলেছি, এবারও সেভাবে পারফর্ম করে বড় কিছু জয়ের আশা করছি।’
আরও পড়ুন … ‘ফিনিশার’ তকমা সরিয়ে নিজেকে মানসম্পন্ন ব্যাটার প্রমাণ করুক… IPL 2025 পন্তের সামনে কঠিন চ্যালেঞ্জ
২০২৩ সালের পর থেকে ভারতীয় দলে সুযোগ না পেলেও, চাহাল ২০২৪ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং কাউন্টিতে সাফল্য নার্দাম্পটনশায়ারের জন্য তাকে গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে। দলের নতুন প্রধান কোচ ড্যারেন লেম্যান চাহালের ফেরার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা লেগ-স্পিনার এই মরশুমে নার্দাম্পটনশায়ারে ফিরছেন, যা সত্যিই দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা অমূল্য, এবং তিনি একজন অসাধারণ ক্রিকেটার, যিনি খেলাটাকে ভালোবাসেন। জুনের মাঝামাঝি থেকে পুরো মরশুম পর্যন্ত তাঁকে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।’
আরও পড়ুন … The Hundred 2025 Draft: কেন কোনও পাকিস্তানি খেলোয়াড় দল পেলেন না? সামনে এল একাধিক কারণ
লেম্যানের বক্তব্যের সঙ্গে একমত হয়ে ক্লাবের সিইও রে পেইন বলেন, ‘যুজবেন্দ্র আমাদের জন্য গত বছর দুর্দান্ত খেলেছিলেন এবং সেপ্টেম্বরে টানা দুই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাকে পেয়ে আমরা খুব খুশি, তিনি শুধু বিশ্বমানের ক্রিকেটারই নন, একজন চমৎকার মানুষও। এবার আরও দীর্ঘ সময়ের জন্য তাঁকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।’