‘ও নিজের যুদ্ধ নিজেই লড়েছে, ODIতে ছন্দে আসতে একটু সময় লাগবে’! হার্দিকের বোলিংয়ের প্রশংসায় বিশ্বকাপজয়ী তারকা
Updated: 28 Jan 2025, 11:15 AM IST২০২৩ সালে চোট পাওয়ার পর ২০২৪র শুরু থেকে রোহিতভক্তদের তোপের মুখে পড়েন হার্দিক। এরপর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথাও শোনা যায়। সেই হার্দিক পাণ্ডিয়ার এখনও ওডিআইতে দশ ওভার বোলিং করার মতো অবস্থায় আসতে হয়ত কিছুটা সময় লাগতে পারে, যদিও টি২০তে এই তারকার বোলিং বেশ মনে ধরেছে জাহির খানের।
পরবর্তী ফটো গ্যালারি