আইপিএলের ইতিহাসে ঋষভ পন্তকে সব থেকে দামি ক্রিকেটার বানিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট দল। ২৭ কোটি টাকায় তাঁকে দলে নেয় তাঁরা। শ্রেয়স আইয়ারের রেকর্ড ভেঙে যায়। এরপর পন্তকেই নিজেদের দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল তাঁরা। নতুন মরশুমে নতুন দলের হয়ে চ্যালেঞ্জ নেবেন পন্তও।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
একদিন আগেই বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএলের সূচি প্রকাশিত হয়েছে। ১৯ মার্চ থেকে শুরু এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। আর লখনউ দলের প্রথম ম্যাচ ২৪ মার্চ। তাঁদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, ম্যাচ হবে বিশাখাপত্তনমে।
রাহুলকে বাদ দিয়ে পন্তকে নেয় LSG
গত মরসুমের ব্যর্থতা ভুলে নতুন মেন্টর এবং নয়া অধিনায়কের থেকে ভালো পারফরমেন্স চাইছে টিম ম্যানেজমেন্টও। গতবার আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল দল। সেই কারণে লোকেশ রাহুলকে দল থেকে বাদ দিয়ে দেয় গোয়েঙ্কারা। এবার পন্ত এসে ভাগ্য বদল করবে, আশাবাদী দলের নয়া মেন্টর জাহির খান।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
দলের জয়ের ব্যাপারে আশাবাদী জাহির-
ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির বলছেন, ‘ঋষভ পন্তের নেতৃত্বে আমাদের দল বেশ শক্তিশালী হয়েছে। ডেভিড মিলার, আইদেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শ, মায়াঙ্ক যাদব, আবেশ খান, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটাররা রয়েছে। তাই এবারে লখনউ সুপার জায়ান্ট দল আইপিএল জেতার অন্যতম বড় দাবিদার। সমর্থকদের ভালোবাসা সঙ্গে নিয়েই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চাই ’।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
জাহিরের সঙ্গী ল্যাঙ্গার-ক্লুজনাররা
জাহির মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন। এছাড়াও আছেন দুই সাপোর্ট স্টাফ ল্যান্স ক্লুজনার এবং বিজয় দাহিয়া। আছেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ১লা এপ্রিল এলএসজির প্রথম হোম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ১৪টা ম্যাচের মধ্যে প্রথম পর্ব ভালোভাবে শুরু করলেই দ্বিতীয় পর্বে কিছুটা আত্মবিশ্বাস পাওয়া যাবে, তাই এলএসজি চাইবে জয়ের সরণীতে শুরু থেকেই ঢুকে পড়তে।