জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনেক কিংবদন্তি দলকে হারিয়েছে আফগানিস্তান দল। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারি দিয়েছে জিম্বাবোয়ে। তবে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে হারের মুখে পড়তে হয়েছিল জিম্বাবোয়েকে।
জিম্বাবোয়ের হারারেতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। আফগানিস্তানের শুরুটা ছিল খুবই খারাপ হয়েছিল। খাতা না খুলেই আউট হন গুরবাজ। যেখানে সেদিকউল্লাহ অতল করেন ৩ রান। এরপর হজরতউল্লাহ জাজাই ২০ রান ও মহম্মদ ইসহাক করেন ১ রান।
আরও পড়ুন… IND vs AUS 3rd Test Weather Forecast: গাব্বা টেস্টের পাঁচ দিনই নাকি বৃষ্টি হবে!
শুরুতেই পাঁচ উইকেট হারানোর পর, করিম জান্নাত ধৈর্য ধরে খেলেন এবং আফগানিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যান। অপরাজিত ৫৪ রান করেন করিম। তাকে সমর্থন করেন মহম্মদ নবি। নবি করেন ৪৪ রান। যেখানে আজমতউল্লাহ উমরজাই ১৩ রানের অবদান রাখেন। জিম্বাবোয়ের হয়ে রিচার্ড নাগারাভা নেন ৩ উইকেট। মুজারাবানি নেন ১ উইকেট, ওয়েলিংটন মাসাকাদজা নেন ১ উইকেট।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্য়াচের মাঝে আম্পায়ারের সামনেই নীতীশ রানার সঙ্গে আয়ুষ বাদোনির ঝামেলা
জবাবে লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবোয়ে দল টার্গেট মাথায় রেখেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যায়। এবং নিজেদের জয় নিশ্চিত করে। জিম্বাবোয়ের হয়ে দুর্দান্ত ৪৯ রান করেন ব্রায়ান বেনেট। এই সময়ে তিনি পাঁচটি চার হাঁকিয়েছিলেন। তা ছাড়া মায়ার ৩২ রান, বার্ল ১০ রান এবং তাশিঙ্গা মুসেকিওয়া ১৬ রান করে ম্যাচ জেতান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে জিম্বাবোয়ে। আফগানিস্তানের হয়ে বোলিংয়ে নবিন উল হক ৩টি, রশিদ খান ১টি ও মহম্মদ নবি ১টি উইকেট শিকার করেন। তবে এরপরেও ম্যাচটি চির উইকেটে জিতে নেয় জিম্বাবোয়ে।
আরও পড়ুন… SMAT 2024: ৪৩ রানে ২ উইকেট! দলের ব্যর্থতার দিনেও বল হাতে নজির গড়লেন মহম্মদ শামি
১৩ ডিসেম্বর জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। এরপর দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবোয়ে।