বুলাওয়েতে জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান ২০২৪-২৫ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই সময় জিম্বাবোয়ের ক্রিকেটার শন উইলিয়ামস এমন একটি কাজ করেছেন যার ফলে তিনি সকলের মন জিতেছেন। তিনি বাইশ গজে একটি দুর্দান্ত কাজ করেছেন। রশিদ খান তার বিরুদ্ধে বোলিং করছিলেন এবং একটি বলে তিনি উইলিয়ামসকে বাইরের প্রান্ত থেকে এজ লাগে।
আফগানিস্তানের ক্রিকেটাররা এটাকে আউট ভেবে আপিল করতে থাকেন। সকলেই আউটের আবেদন করতে এগিয়ে আসেন। আম্পায়ার তখনও সন্দেহের মধ্যে ছিলেন। তিনি সেটিকে নট আউট দেওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন। কিন্তু শন উইলিয়ামস স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়েছিলেন এবং আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই মাঠ ছাড়েন। রশিদ খানসহ আফগানিস্তানের ক্রিকেটাররাও তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। আসলে এই সময়ে ৪৯ রাে ব্যাট করছিলেন শন উইলিয়ামস। মাত্র এক রান করলেই অর্ধশতরান করতে পারতেন শন উইলিয়ামস। এরপরেও আম্পায়ার আউট না দেওয়ার পরেও সাজঘরে ফিরে যান শন উইলিয়ামস।
আরও পড়ুন… SA vs PAK 2nd Test: প্রথম দিনেই পাকিস্তান দলে বড় ধাক্কা! ছিটকে গেলেন সইম আয়ুব
একটা সময়ে বর্ডার গাভাসকর ট্রফিতে যেখানে স্নিকোমিটারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে এবং ওয়াশিংটন সুন্দর থেকে যশস্বী জসওয়ালের আউট নিয়ে বিতর্ক চলছে সেখানে শন উইলিয়ামসের এই ব্যবহার সকলের মন জিতেছে।
দেখুন সেই ভিডিয়ো:
এদিকে এই ম্যাচের কথা বললে, দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে আফগানিস্তান। এই মুহূর্তে ৪০ রানে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়ে যায় আফগানিস্তান। এরপরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৩ রান তুলেছে জিম্বাবোয়ে। এই সময়ে সিকন্দর রাজা ১০৪ বলে ৬১ রান করেছিলেন। ক্রেগ আরভাইন ১৬৫ বলে ৭৫ রান করেছিলেন। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন শন উইলিয়ামস। ৫২ বলে ৪৯ রান করেন শন উইলিয়ামস।
আরও পড়ুন… কোহলি কি আউট? রোহিতের মুখে চিন্তা-উদ্বেগ! ভাইরাল দুই ইয়ারির আসল ছবি
প্রথম ইনিংসের ভিত্তিতে ৮৬ রানে এগিয়ে ছিল জিম্বাবোয়ে। এরপরে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৪৬ রানে ৩ উইকেট হারিয়েছে আফগানিস্তান। মুজারবানি ২টি উইকেট শিকার করেছেন। সিকন্দর রাজা একটি উইকেট শিকার করেছেন। এই মুহূর্তে টেস্ট সিরিজের দুই ম্যাচে কোনও ফল পাওয়া যায়নি। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়ে যায়। দ্বিতীয় ম্যাচটি জিততে বদ্ধপরিকর জিম্বাবোয়ে। এখন দেখার তৃতীয় দিনে ম্যাচ কোন দিকে গড়ায়।