জিম্বাবোয়ে এবং ভারতের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। রবিবার (১৪ জুলাই) সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচে ইতিহাস লিখে ফেললেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টি২০ ম্যাচের প্রথম বলেই ১২ রান করে ফেললেন তিনি। আর ভারত করে ১৩ রান। তবে ভাবছেন তো, এটা কী ভাবে সম্ভব?
ইতিহাস লিখলেন যশস্বী
২২ বছর বয়সী তরুণ এবং বিস্ফোরক ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল একটি বড় রেকর্ড গড়েছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক অভিনব নজির গড়েছেন তিনি। আসলে জিম্বাবোয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। জিম্বাবোয়ের হয়ে প্রথম ওভার করতে আসেন সিকন্দর রাজা। ইনিংসের প্রথম বলেই নো বল করেন রাজা। জয়সওয়াল সেই বলে একটি ছক্কা হাঁকান। যার নিটফল, এই বল থেকেই হয় মোট ৭ রান। এর পর ফ্রি-হিটেও ছয় মারেন যশস্বী। স্বাভাবিক ভাবে ম্যাচের এবং ইনিংসের প্রথম বলেই ১৩ রান করে ফেলে ভারত। আর যশস্বী নিজে ১২ রান করেছেন।
নজির ভাঙল পাকিস্তানের
এদিন টিম ইন্ডিয়া দু'বছর আগের পাকিস্তানের নজির ভেঙে দেয়। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচে পাকিস্তান ইনিংসের প্রথম বলে ১০ করেছিলেন। সেই নজির এদিন ছাপিয়ে গেল ভারত। এছাড়া ২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড করেছিল ৯ রান। ২০১৯ সালে ভুটানের বিরুদ্ধে নেপালও করেছিল ৯ রান। ২০১৯ সালে উগান্ডার বিরুদ্ধে কেনিয়া ৮ রান করেছিল।
আরও পড়ুন: খেলার হলে খেলো, আমরা টিম পাঠাব না- পাকিস্তানের লাইভ টিভি শো-তে চাঁচাছোলা হরভজন
ব্যর্থ যশস্বী, শুভমনরা, হাল ধরেন সঞ্জু
টস হেরে রবিবার প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। যশস্বী এদিন ওপেন করতে নেমে প্রথম বলেই ১২ করে ফেলেছিলেন। দলের ১৩ রান হয়েছিল। এর পর আরও তিনটি বল খেললেও, আর রান করতে পারেননি তিনি। সিকন্দর রাদার বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন যশস্বী। ব্যর্থ হন আর এক ওপেনার শুভমন গিলও। ১৪ বলে ১৩ করে সাজঘরে ফেরেন শুভমন।
আরও পড়ুন: যশস্বী এবং শুভমন নতুন করে রেকর্ড বই লিখলেন, বড় নজির গড়লেন ভারতের ওপেনিং জুটি
তিনে নেমে অভিষেক শর্মাও ১১ বলে ১৪ করে আউট হয়ে যান। দলের হাল কিছুটা ধরার চেষ্টা করেছিলেন সঞ্জু স্যামসন। চারটি ছক্কা, একটি চারের হাত ধরে সঞ্জু ৪৫ বলে ৫৮ করেন। এছাড়া ২৪ বলে ২২ করেছেন রিয়ান পরাগ। ১২ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন শিবম দুবে। ৯ বলে ১১ করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৬৭ রান।