জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। যার জেরে বড় সমালোচনার মুখে পড়েছিলেন শুভমন গিলরা। একদিকে যখন টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে মাতোয়ারা দেশ, তখন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথ ম্যাচে হারের পর শুভমনদের ধুইয়ে দিয়েছিল সকলেই। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তারা প্রত্যাবর্তন করে। এবং টানা তিন ম্যাচ জিতে শনিবারই সিরিজ পকেটে পুড়ে ফেলল ভারত। এখনও এক ম্যাচ বাকি। যে ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে গেল।
১০ উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়ল ভারত
১৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। চার মেরে ভারতকে ১৫৬ রানে পৌঁছে দেন যশস্বী। কোনও উইকেটে না হারিয়ে ভারত ম্যাচ পকেটে পুরে ফেলল। ১০ উইকেটে বড় জয় ছিনিয়ে নিল তারা। সেই সঙ্গে একটি ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া ৩-১ সিরিজও জিতে নিল। ৫৩ বলে ৯৩ করে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার, ২টি ছক্কা। ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন শুভমন। তিনি ৬টি চার, ২টি ছক্কা হাঁকিয়েছেন।
হাফসেঞ্চুরি শুভমন গিলের, জয়ের দোড়গোড়ায় ভারত
হাফসেঞ্চুরি করে ফেললেন শুভমন গিলও। ১৫তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে নিজের হাফসেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। পরপর দুই ম্যাচ অর্ধশতরান হাঁকালেন শুভমন। এই ওভারে বেনেটকে ১টি করে ছক্কা হাঁকান শুভমন এবং গিল। ভারতও পৌঁছে গেল জয়ের দরজার সামনে। ওভার শেষে বিনা উইকেটে ১৫১ রান ভারতের। জয়ের জন্য আর দরকার ২ রান। ৫২ বলে ৮৯ রান যশস্বীর। ৩৮ বলে ৫৭ রান গিলের।
১০ ওভারে ১০০ পার ভারতের
১০ ওভারে ১০০ পার করে গেল ভারত। ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১০৬ রান। ৩৭ বলে ৬৫ রান যশস্বীর। ২৩ বলে ৩৭ রান শুভমন গিলের।
২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ যশস্বীর
২৯ বলেই হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন যশস্বী জয়সওয়াল। তাঁর এই ইনিংস সাজানো ৯টি চারে। ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৭১ রান। ৩১ বলে ৫৬ রান যশস্বীর। ১১ বলে ১৪ রান গিলের।
পাওয়ার প্লে-তে ৬১ করে ফেলল ভারত
পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬১ করে ফেলল ভারত। ২৬ বলে ৪৭ রান করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। ১০ বলে ১৩ রান শুভমন গিলের।
চতুর্থ ওভারেই ৫০ পার
চতুর্থ ওভারেই ৫০ পার করে গেল ভারত। ওভার শেষে বিনা উইকেটে ৫৩ রান টিম ইন্ডিয়ার। ১৮ বলে ৪০ রান করে ফেলেছেন যশস্বী। ৬ বলে ১২ রান শুভমন গিলের।
দ্বিতীয় এবং তৃতীয় ওভার মিলে হল মোট ২৮ রান
দ্বিতীয় এবং তৃতীয় ওভার মিলে হল মোট ২৮ রান। দ্বিতীয় ওভারে হল ১২ রান। আর তৃতীয় ওভারে হল ১৬ রান। তিন ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান। ঝোড়ো মেজাজে রয়েছে যশস্বী। ১৩ বলে ৩১ করে ফেলেছেন জয়সওয়াল। ৫ বলে ১১ রান শুভমনের।
প্রথম ওভারেই হল ১৫ রান
শুরু থেকেই বিধ্বংসী ভারত। প্রথম ওভারেই বিনা উইকেটে ১৫ রান করল টিম ইন্ডিয়া। এনগারভাকে এই ওভারে তিনটি চার মেরেছেন যশস্বী। ৬ বলে ১৪ রান যশস্বীর। শুভমন এখনও একটি বলও খেলেননি।
রান তাড়া করা শুরু ভারতের
রান তাড়া করা শুরু করে দিল ভারত। তাদের সামনে লক্ষ্য ১৫৩ রানের। ওপেন করতে নেমেছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। বল হাতে প্রথম ওভার করতে এসেছেন জিম্বাবোয়ের রিচার্ড এনগারভা।
শেষ ওভারে পড়ল ২ উইকেট, ১৫২ রানে আটকে গেল জিম্বাবোয়ে
শেষ ওভারে খলিল বল করতে এসে ২ উইকেট তুলে নিলেন। প্রথম বলেই মায়ার্সকে ফেরান খলিল। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন। ১৩ বলে ১২ করে ফেরেন মায়ার্স। শেষ বলে তিনি মদন্দেকে আউট করেন। ৫ বলে ৭ করে আউট হন মদন্দে। সাত উইকেট হারালেও, ১৫০ পার করে যায় জিম্বাবোয়ে। নির্দিষ্টি ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৫২ রান করে। ৩ বলে ৪ করে অপরাজিত থাকেন আক্রম।
আউট রাজা, ৪ রানের জন্য হাফসেঞ্চুরি মিস
ভালো খেলছিলেন সিকান্দার রাজা। কিন্তু ১৯তম ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান রাজা। মাত্র ৪ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন জিম্বাবোয়ের অধিনায়ক। ২৮ বলে ৪৬ রান করে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২টি চার, তিনটি ছক্কা। দেশের হয়ে টি-টোয়েন্টিতে দেশপান্ডের প্রথম উইকেট। ক্রিজে এলেন ক্লাইভ মদন্দে। ১৯ ওভার শেষে ৫ উইকেটে ১৪৭ রান জিম্বাবোয়ের। ১২ বলে ১২ রান মায়ার্সের। ৩ বলে ৬ রান মদন্দের।
চতুর্থ উইকেট হারাল জিম্বাবোয়ে
১৫তম ওভারের চতুর্থ বলে জোনাথন ক্যাম্পবেলকে রানআউট করলেন রবি বিষ্ণোই। একেবারে ডাইরেক্ট হিট। এই নিয়ে ক্যাম্পবেল এই সিরিজে দ্বিতীয় বারের মতো রান আউট হলেন। পরিবর্তে ক্রিজে এলেন মায়ার্স। ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৯৮ রান জিম্বাবোয়ের। ১৭ বলে ২১ রান রাজার। ১ বলে ১ রান মায়ার্সের।
বেনেটকে ফেরালেন সুন্দর
তৃতীয় উইকেট পড়ল জিম্বাবোয়ের। বেনেটকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। অতিরিক্ত কভারে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বেনেট। ১৪ বলে ৯ করে আউট হন তিনি। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৯৩ রান জিম্বাবোয়ের। জোনাথন ক্যাম্পবেল নেমেছেন বেনেটের পরিবর্তে। তাঁর সংগ্রহ ১ বলে ১ রান। ১৪ বলে ১৯ করেছেন রাজা।
টি২০-তে ২০০০ রান পূরণ সিকান্দার রাজার
টি২০-তে ২০০০ রান পূরণ করে ফেললেন সিকান্দার রাজা। ১১ বলে ১৭ রান করে এই লক্ষ্যে পৌঁছে যান রাজা। ১৩ ওভার শেষে ২ উইকেটে ৮৯ রান জিম্বাবোয়ের। ১২ বলে ৮ করে রাজার সঙ্গে ক্রিজে রয়েছেন বেনেট।
দ্বিতীয় উইকেট পড়ল জিম্বাবোয়ের
দশম ওভারেই দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবোয়ে। মাধেভেরেকে ফেরালেন দুবে। শিবম দুবের বলে পুল শট মেরেছিলেন মাধেভেরে। ডিপ স্কয়ার লেগে রিঙ্কু তাঁর ক্যাচ নেন। চারটি চারের হাত ধরে ২৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন মাধেভেরে। পরিবর্তে ক্রিজে এলেন সিকান্দার রাজা। ১০ ওভার শেষে ২ উইকেটে ৬৭ রান জিম্বাবোয়ের। বেনেট ৫ বলে ৩ রান করে ক্রিজে রয়েছেন।
প্রথম উইকেট হারাল জিম্বাবোয়ে
নবম ওভারে প্রথম উইকেট হারাল জিম্বাবোয়ে। অভিষেক শর্মা নিজের প্রথম ওভারে বল করতে এসেই আউট করলেন মারুমনিকে। ৩১ বলে ৩২ করে আউট হলেন মারুমনি। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার। অভিষেক শর্মার এটি প্রথম আন্তর্জাতিক টি২০ উইকেট। অভিষেকের শর্ট বলে ঠিকঠাক টাইমিং হয়নি। ডিপ মিডউইকেটে রিঙ্কু সিংয়ের হাতে মারুমনির ক্যাচ জমা পড়ে। ৯ ওভার শেষে ১ উইকেটে ৬৪ রান জিম্বাবোয়ের। মাধেভেরে ২২ বলে ২৪ করে ক্রিজে রয়েছেন। মারুমনির পরিবর্তে নামা ব্রায়ান বেনেট ১ বল খেলে ১ রান করেছেন।
৫০ পার করল জিম্বাবোয়ে
৫০ পার করে গেল জিম্বাবোয়ে। অষ্টম ওভারের শেষে জিম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। ২০ বলে ২৩ রান মাধেভেরের। ২৮ বল ২৮ রান মারুমনির। জিম্বাবোয়ের উইকেট না পড়লেও, খুব বেশি যে রান হয়েছে তা কিন্তু নয়। ভারতীয় বোলাররা রানের গতি চেপে রেখেছে। টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের সর্বোচ্চ ওপেনিং জুটি এটি।
পাওয়ার প্লে-তে ৪৪ করল জিম্বাবোয়ে
৬ ওভারের খেলা শেষ। জিম্বাবোয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৪ করে ফেলেছে। ২০ বলে ১৮ রান মারুমনির। মাধেভেরে করেছেন ১৬ বলে ১৯ রান। জিম্বাবোয়ে কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই। উইকেট ফেলতে হবে ভারতকে। তা না হলে চাপ বাড়বে।
মারুমনির ক্যাচ ফেললেন দুবে
মারুমনির ক্যাচ ফেলে দিলেন দুবে। তৃতীয় ওভারের পঞ্চম বলে দুবে ক্যাচ ফেলে দিলেন মারুমনির। খলিল আহমেদের বলে ক্যাচ তুলেছিলেন মারুমনি। কিন্ত দুবে দৌড়ে গিয়েও ক্যাচটি ধরতে পারেননি। হতাশ হয়ে পড়েন খলিল। এই ওভারে এর আগে তৃতীয় বলেই জয়সওয়ালের মিস ফিল্ডিংয়ের জেরে অতিরিক্ত চার রান হয়েছে। সব মিলিয়ে ১০ রান হয় এই ওভার থেকে। তিন ওভার শেষে বিনা উইকেটে ২৫ রান জিম্বাবোয়ে। মারুমনির সংগ্রহ ৮ বলে ৬ রান। মাধেভেরে করেছেন ১০ বলে ১৩ রান।
প্রথম ২ ওভারে জিম্বাবোয়ে করল ১৫ রান
প্রথম ওভারে খলিল বল করতে এসে দিয়েছিলেন ৪ রান। কোনও উইকেট পড়েনি এই ওভারে। দ্বিতীয় ওভারে তুষার দেন ১১ রান। ২ ওভার শেষে জিম্বাবোয়ের সংগ্রহ ১৫ রান। মাধেভেরে ৯ বলে ১২ করেছেন। মারুমনি করেছেন ৩ বলে ৩ রান।
খেলা শুরু
ভারত-জিম্বাবোয়ে চতুর্থ টি২০ ম্যাচ শুরু হয়ে গেল। জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নেমেছেন মাধেভেরে এবং মারুমনি। ভারতের খলিল আহমেদ প্রথম ওভার বল করতে এসেছেন।
জিম্বাবোয়ের একাদশ
ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে (উইকেটরক্ষক), ফারাজ আক্রম, রিচার্ড এনগারভা, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা।
ভারতের একাদশ
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপান্ডে, খলিল আহমেদ।
তুষারের অভিষেক
অভিষেক হল তুষার দেশপান্ডের। এদিন আবেশ খানের পরিবর্তে দলে রাখা হয়েছে তুষারকে। ভারতীয় দলে আর কোনও পরিবর্তন করা হয়নি। জিম্বাবোয়ে টিমেও একটি পরিবর্তন করা হয়েছে। ওয়েলিংটন মাসাকাদজার পরিবর্তে দলে এসেছেন ফারাজ আক্রম।
টস জিতল ভারত
টস জিতল টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ব্যাটিং করবে জিম্বাবোয়ে। শুভমন বলেছেন, ‘ফ্রেস উইকেট বলে মনে হচ্ছে। ফাস্ট বোলাররা সুবিধে পেতে পারেন। আমরা গত কয়েক ওভারে খুব বেশি রান দিয়েছি, সেটা নিয়ন্ত্রণ করতে হবে।’
বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে?
শনিবার দুপুর থেকেই হারারের আকাশে কালো মেঘ পুঞ্জীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন রয়েছে ১৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই। কারণ গত তিনটে ম্যাচেও হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু, কোনও ম্যাচেই আকাশ থেকে এক ফোঁটা জল পড়তে দেখা যায়নি। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ থাকবে। পাশাপাশি ঘণ্টায় ২৬ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।
অভিষেক হতে পারে তুষারের
তুষার দেশপান্ডের আজ টি২০-তে অভিষেক হতে পারে। তবে প্রশ্ন হল, তিনি কার বদলে দলে ঢুকবেন? টপ অর্ডার ব্যাটারদের একজন বাদ পড়বেন, নাকি ফাস্ট বোলারদের মধ্যে কাউকে বাদ দেওয়া হবে?
সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
রিজের লো-স্কোরিং প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরে যায় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। সেই সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিয়ে নেয় টিম ইন্ডিয়া। এই অবস্থায় চতুর্থ টি-২০ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে শুভমন গিলদের। জিম্বাবোয়েও চাইবে সিরিজে সমতা ফিরিয়ে, ঘরের মাঠে হার এড়াতে।