গত এক দশক ধরেই দ্বিপক্ষীয় সিরিজে ভারতের বিরুদ্ধে বিশেষ সুবিধে করতে পারেনি জিম্বাবোয়ে। ভারতও খুব বেশি গুরুত্ব দেয় না জিম্বাবোয়েেকে। যে কারণে প্রায় প্রতিবারই দ্বিতীয় সারির দল পাঠায় তারা। হাসতে হাসতে সাফল্যও পায়। কিন্তু শনিবার পুরো উলট পুরাণ। যে জিম্বাবোয়ে নাকি টি২০ বিশ্বকাপে খেলারই যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের কাছেই শনিবার হেরে বসল টিম ইন্ডিয়া। হারারে স্পোর্টস ক্লাবে শুভমন গিলের নেতৃত্বে ১৩ রানে লজ্জাজনক ভাবে হারল ভারত।
আর এই ম্যাচে জিম্বাবোয়েকে জেতানোর আসল নায়ক সিকান্দার রাজা। ব্যাট হাতে সেভাবে কিছু না করতে পারলেও, তাঁর ক্ষুরধার অধিনায়কত্ব এবং দুরন্ত বোলিংয়ের হাত ধরেই জয় পায় জিম্বাবোয়ে। আর এই ম্যাচ জেতার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি রাজা। তাঁর দাবি, নিয়ন্ত্রিত বোলিং এবং ভয়ডরহীন মানসিকতাই জিম্বাবোয়ের জয়ের আসল কারণ।
বোলারদের কৃতিত্ব
এদিন ভারত ১১৬ রান তাড়া করতে নেমে ১০২ রানে অলআউট হয়ে যায়। আর ভারতের এই বিপর্যয়ের জন্য নিজের দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন সিকান্দার রাজা। তিনি বলেছেন, ‘পিচ এমন ছিল না যেখানে কোনও দল ১১৫ রানে অলআউট হয়ে যাবে। দু'টি দলের বোলারদেরই কৃতিত্ব দিতে হবে। তবে আমাদের দক্ষতা যে আগের চেয়ে অনেক বেড়েছে, এই ফলাফল তার প্রমাণ।’
আরও পড়ুন: ১১৫ রান করতে গিয়ে ১০ নম্বর ব্যাটারের দিকে চেয়ে থাকতে হচ্ছে… হতাশা উগরালেন শুভমন
ফিল্ডিং ভালো হয়েছে
রাজা জানিয়েছেন, দর্শকদের দীর্ঘ দিন পরে আনন্দ দিতে পেরে তাঁরা খুশি। তাঁর দাবি, ‘যত দিন আমরা মন দিয়ে ক্রিকেট খেলছি এবং দর্শকদের মনোরঞ্জন করতে পারছি, নির্দিষ্ট পরিকল্পনা কাজে লাগাতে পারছি, তত দিন আমি ফলাফল নিয়ে ভাবতে চাই না। দলের ছেলেদের পাশে রয়েছি। আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেছি। আমাদের ক্যাচিং এবং ফিল্ডিং দারুণ হয়েছে। তবে এখনও বলছি, কিছু ভুল হয়েছে। তাই উন্নতির জায়গা এখনও রয়েছে।’
আরও পড়ুন: 2024 T20I-তে প্রথম হার, ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল জিম্বাবোয়ে
লক্ষ্য সিরিজ জয়
তবে একটি ম্যাচ জিতেই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন সিকান্দার রাজা। তাঁর লক্ষ্য আসলে সিরিজ জয়। যে কারণে তিনি বলেও দিয়েছেন, ‘এই ম্যাচ জিতে আমরা সবাই খুব খুশি। তবে কাজ এখনও শেষ হয়নি। সিরিজ বাকি আছে। বিশ্বচ্যাম্পিয়নেরা বিশ্বচ্যাম্পিয়নদের মতোই খেলে। তাই আমাদের সাবধানে থাকতে হবে।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
টস জিতেছিলেন শুভমন গিল। তিনি ব্যাট করতে পাঠান জিম্বাবোয়েকে। ভারতীয় বোলারদের দাপটে ১১৫ রান তারা করে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ক্লাইভ মদান্দে। ভারতের হয়ে ৪ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৩১ রান করেন শুভমন গিল। জিম্বাবোয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা এবং টেন্ডাই চাতারা।