শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অদ্ভূত ঘটনার সাক্ষী থেকেছেন অনেকেই। কখনও ক্রিকেটাররা, কখনও দর্শকেরা নানা সময়ে নানা ঘটনা ঘটিয়ে থাকেন। ক্রিকেটাররা মাঝে মধ্যে দর্শকদের আনন্দ দিতে, মাঝে মধ্যে কুসংস্কারের বশবর্তী হয়ে উঠে নানা কিছু ঘটান। সেই রকম এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল ভারত বনাম জিম্বাবোয়ের টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচ। টসের সময়ে ঘটে এই ঘটনা। এদিন টস করতে আসেন ভারত অধিনায়ক শুভমন গিল এবং জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। ছিলেন ম্যাচ রেফারি এবং উপস্থাপক। টস করার দায়িত্ব দেওয়া হয় রাজাকে। সেই সময়েই তিনি ঘটান এই অদ্ভূত ঘটনা।
আরও পড়ুন: স্বার্থপর, কখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
সাধারণত যিনি টসের কয়েন স্পিন করেন, তিনি জায়গায় দাঁড়িয়ে কয়েনটি উপরের দিকে তুলে দেন স্পিন করে। তার পর সেই কয়েনটি শূন্যে থাকাকালীন হেড বা টেল কল করেন অধিনায়ক। এই অবস্থায় দাঁড়িয়ে এদিন রাজা করলেন এক অদ্ভুত ঘটনা। তিনি নিজেই টসের কয়েন হাতে শূন্যে লাফ দিলেন। তার পর সেই কয়েনটি স্পিন করে আরও উপরে ছুঁড়ে দিয়ে নিজে নীচে নেমে এলেন।
তিনি কোন কুসংস্কার বা সংস্কারের বশবর্তী হয়ে এই কাজ করেছেন কিনা, তা জানা নেই। তবে যে কারণেই এই কাজ করে থাকুন না কেন, লাভ হয়েছে তাঁর এবং তাঁর দল জিম্বাবোয়ের। টসে এদিন জেতেন রাজা। টসে জিতে জিম্বাবোয়ে অধিনায়ক এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। রাজার এই অদ্ভূত ভঙ্গিমায় টস করার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তেই।
সমর্থকদের অনেকের বক্তব্য, টসের সময়ে রাজা কয়েনের পাশাপাশি যেন নিজেকেও স্পিন করিয়েছেন। অনেকে আবার মজা করে বলেছেন, সামনেই প্যারিস অলিম্পিক্স আছে, তাই নাকি রাজা হাইজাম্পের অনুশীলন সেরে নিলেন। কেউ কেউ মজা করে বলেছেন, এবারের প্যারিস অলিম্পিক গেমসে রাজা নতুন রেকর্ড তৈরি করতে চলেছেন লং জাম্পে।
আরও পড়ুন: খেলার হলে খেলো, আমরা টিম পাঠাব না- পাকিস্তানের লাইভ টিভি শো-তে চাঁচাছোলা হরভজন
প্রসঙ্গত টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের বিরুদ্ধে এই সিরিজের শুরুটা দারুণ করেছিল জিম্বাবোয়ে। তারা প্রথম ম্যাচে ১৩ রানে হারিয়ে দিয়েছিল ভারতকে। তবে সেই মোমেন্টাম আর জিম্বাবোয়ে ধরে রাখতে পারেনি। পরপর তিন ম্যাচে তারা হেরে যায়। ফলে সিরিজ খোয়াতে হয়েছে তাদের। শনিবারের চতুর্থ টি-২০ ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের দাপুটে ব্যাটিংয়ে দশ উইকেটে ম্যাচে হেরে গিয়েছে জিম্বাবোয়ে। পাশাপাশি সিরিজও খোয়াতে হয়েছে তাদের।