জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৬ উইকেটে জিতল আয়ারল্যান্ড। জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ, ১৬ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে খেলা হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড জিম্বাবোয়েকে ৬ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের ফলে আয়ারল্যান্ড সিরিজে ১-১ সমতায় ফিরেছে। এর ফলে সিরিজের শেষ ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
এই সিরিজে জিম্বাবোয়ের অধিনায়কত্ব করেছিলেন ক্রেগ আরভিন আর আয়ারল্যান্ড দলের নেতৃত্বে ছিলেন পল স্টার্লিং।
জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচের হাইলাইটস:
এর আগে, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টস হারার পর ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ৪৭ রানের মধ্যেই দলটি দুইটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়।
আরও পড়ুন …. Champions Trophy 2025 শুরুর আগেই পাকিস্তান দলে খুশির খবর! সম্পূর্ণ সুস্থ টিমের গুরুত্বপূর্ণ পেসার
তবে এরপরেও জিম্বাবোয়ে ৪৯ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ওয়েসলি মাধেভেরে (Wesley Madhevere) সর্বোচ্চ ৬১ রান করেন। ৭০ বলে ৬টি চারের সাহায্যে তিনি এই ইনিংসটি খেলেন। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার সিকন্দর রাজা (Sikandar Raza) ৫৮ রান করেন।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক অ্যাডায়ার (Mark Adair) সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া, কার্টিস ক্যাম্পফার (Curtis Campher) ৩টি উইকেট শিকার করেন।
আরও পড়ুন …. Champions Trophy 2025-র প্রস্তুতি ম্যাচে KKR তারকার ঝড়! নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন গুরবাজ
লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। মাত্র ২৭ রানের মধ্যেই তারা প্রথম উইকেট হারায়। তবে দলের অধিনায়ক পল স্টার্লিং অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে যান। তিনি ১০২ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন। তার সঙ্গে কার্টিস ক্যাম্পফার ৯৪ বলে ৬৩ রান করেন। ৪৮.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই আয়ারল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কার্টিস ক্যাম্পফার প্রথমে বল হাতে পাঁচ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এবং পরে ব্যাট হাতে ৯৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন।
আরও পড়ুন …. IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? কে সামলাবে দলের নেতৃত্ব
জিম্বাবোয়ের বোলারদের মধ্যে ট্রেভর গওয়ান্দু (Trevor Gwandu) ২টি উইকেট নেন, আর রিচার্ড নাগারাভা (Richard Ngarava) এবং ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) ১টি করে উইকেট শিকার করেন। এই সিরিজের তৃতীয় ও নির্ণায়ক ম্যাচটি মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি হারারের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।