তুলনায় দুর্বল দলের বিরুদ্ধে লড়াই বলে পাকিস্তান জিম্বাবোয়ে সফরের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেয় প্রথম সারির তারকাদের। যদিও সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ হেরে মাশুল দিতে হয় পাকিস্তানকে। শেষমেশ শেষ ২টি ওয়ান ডে ম্য়াচ জিতে পাকিস্তান ৩ ম্যাচে সিরিজ জিততে সক্ষম হয়।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে দাপটের সঙ্গে পরাজিত করে পাকিস্তান। বুলাওয়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। কামরান গুলামের শতরান ও আবদুল্লা শফিকের হাফ-সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান বড় রানের ইনিংস গড়ে তোলে। তারা নির্ধরিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৩ রান সংগ্রহ করে।
কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান কামরানের
কামরান গুলাম ৯৯ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কামরানের এটিই প্রথম শতরান। ৬৮ বলে ৫০ রান করেন আবদুল্লা শফিক। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ৩৭ বলে ৩১ রান করেন সইম আয়ুব। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৭ বলে ৩৭ রান করেন ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৬ বলে ৩০ রান করেন আঘা সলমন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তায়েব তাহির। ইরফান খান ৩ রানে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন আমের জামাল।
জিম্বাবোয়ের হয়ে ২টি করে উইকেট নেন সিকন্দর রাজা ও রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট দখল করেন ব্লেসিং মুজারাবানি ও ফরজ আক্রম। উইকেট পাননি শন উইলিয়ামস ও ব্রায়ান বেনেট।
পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৪০.১ ওভারে ২০৪ রানে অল-আউট হয়ে যায়। ৯৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। ক্যাপ্টেন ক্রেগ আরভাইন জিম্বাবোয়ের হয়ে সব থেকে বেশি ৫১ রান করেন। ৬৩ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মরুমণি ২৪, শন উইলিয়ামস ২৪, সিকন্দর রাজা ১৬, ব্রায়ান বেনেট ৩৭, ক্লাইভ মাদান্দে ২০ ও রিচার্ড এনগারাভা ১৭ রান করেন।
আরও পড়ুন:- IPL 2025 Auction: আইপিএলের মেগা নিলাম থেকে কোন দেশে গেল কত টাকা?
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন সইম আয়ুব, আবরার আহমেদ, হ্যারিস রউফ ও আমের জামাল। ১টি করে উইকেট নেন ফয়জল আক্রম ও কামরান গুলাম। ম্যাচের সেরা হন কামরান। সিরিজ সেরার পুরস্কার জেতেন সইম।