পাকিস্তানের খারাপ সময় কেটেও কাটতে চায়না। কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাঁরা ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকেই হারিয়ে দিয়েছিলেন। মনে করা হয়েছিল, এবার হয়ত পাকিস্তান দলের নবজাগরণ হবে। কিন্তু কোথায় কি, বিশ্বের সেরা ক্রিকেট দল সিরিজে হারানোর পর পাকিস্তান হেরে বসল বিশ্বকাপে খেলার যোগ্য না অর্জন করতে পারা জিম্বাবোয়ের বিপক্ষেই।
জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের হার-
পাকিস্তানকে ৮০ রানে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম একদিনের ম্যাচে হারিয়ে দিল জিম্বাবোয়ে। জিম্বাবায়ো দল প্রথমে ব্যাট করতে নেমে খুব যে বড় রান করেছিল তা নয়। কিন্তু গত টি২০ সিরিজে পাকিস্তান ব্যাটাররা যা খারাপ পারফরমেন্স করেছিলেন, সেই ধারাবাহিকতাই বজায় রাখেন মহম্মদ রিজওয়ান স্যাম আয়ুবরা, ফলে লজ্জার হার হারতে হল তাঁদের।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ২০৫-
প্রথমে ব্যাট করতে নেমে জিম্বায়োয়ে দল ৪০.২ ওভারে ২০৫ রান তুলতে সক্ষম হয়। ওপেনার মারুমানি করেন ২৯ রান। সন উইলিয়ামস করেন ২৩ রান। ৩৯ রান করেন সিকান্দার রাজা। ব্রায়ান বেনেট করেন ২০ রান। শেষদিকে নেমে ৪৮ রান করেন রিচার্ড এগ্রাভা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন সলমন আলি আঘা এবং ফয়জল আক্রম।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
পাকিস্তান ব্যাটারডের ভরাডুবি-
জবাবে ব্যাট করতে নেমে যে পাকিস্তান দলের ব্যাটাররা এত খারাপ ক্রিকেট খেলবে তা হয়ত আশা করতে পারেনি অতি বড় জিম্বাবোয়ে দলের সমর্থকরাও। ১১ রান করেন ওপেনার স্যাম আয়ুব, ওপেনার আবদুল্লাহ শাফিক করেন ১ রান। কামরান গুলাম করেন ১৭ রান, মহম্মদ রিজওয়ান করেন ১৯ রান। অধিনায়ক মহম্মদ রিজওয়ান ১৯ রানে অপরাজিত ছিলেন। এরপর সলমন আলি আঘা ৪ রান করেন।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
DLS মেথডে ৮০ রানে ম্যাচ জয় জিম্বাবোয়ের
হাসিবুল্লাহ খান ০ রান করেন। ইরফান খান নিয়াজি করেন ৭ রান। এরপর আমির জামাল এবং মহম্মদ রিজওয়ান খেলাছিলেন, পাকিস্তানের স্কোর ছিল ৬০ রানে ৬ উইকেট।এরপরই শুরু হয় জোরালো বৃষ্টি। আর ম্যাচ শুরু করা যায়নি কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ৮০ রানে জিম্বাবোয়েকে জয়ী ঘোষণা করা হয়।