বাংলা নিউজ > মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)

মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)

মাধ্যমিকের রেজাল্ট ২০২৪

মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলেই আপনার মোবাইল ও ইমেল আইডিতে অ্যালার্ট যাবে। সেজন্য দয়া করে কয়েকটি তথ্য দিন।

উপরের তথ্য সাবমিট করুন। ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ও টাটকা আপডেট জানতে নজর রাখুন bangla.hindustantimes.com-তে।

Madhyamik Result 2024: সন্তান মাধ্যমিক দেবে? সাফল্যের গোপন পথ জানিয়ে দিল প্রথম স্থানাধিকারী, ফল মিলবে হাতেনাতে!
চন্দ্রচূড় সেন। প্রথম স্থানাধিকারী।
মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?
মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?

মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?

  • মাধ্যমিকে এবারে ৭০০ নম্বরে ৬৯৩ নম্বর বা ৯৯ শতাংশ পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়। তার জন্যে প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। শুনুন তাঁর মা কী বলছে?
Sudipta Chakraborty: মাধ্যমিকের টেস্ট শুরুর আগেরদিন শ্য়ুটিং, দিদিমণি দেখে ফেলায় বাবাকে ডেকে বকুনি দেয়: সুদীপ্তা
‘মাধ্যমিকের টেস্ট শুরুর আগেরদিন শ্য়ুটিং, দিদিমণি দেখে ফেলায় বাবাকে ডেকে বকা দেয়’
কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর
কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর

কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর

মাধ্যমিকে দশম তথা এবারের মাধ্যমিকে মেধাতালিকায় কলকাতার একমাত্র পরীক্ষার্থী সোমদত্তার বাড়িতে গেলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কমলা গার্লসের ছাত্রী সোমদত্তা ঝুঁকে পড়ে বাম নেতাকে প্রমাণ করেন। 

'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈঋত রঞ্জন পাল এবারে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৬৯১ নম্বর। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতি ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত নবম হয়েছেন নবম। আর দশম স্থানে আছেন নরেন্দ্রপুর মিশনের শুভ্রকান্তি জানা।

মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের
মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের

মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের

ছাত্রদের মোবাইল না থাকাই নরেন্দ্রপুরের সাফল্যের অন্যতম কারণ। মাধ্যমিকের ছক্কার পরে মনে করছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এবার মাধ্যমিকের মেধাতালিকায় ৬ জন নরেন্দ্রপুরের পড়ুয়া আছে। তারপরই সাফল্যের কারণ নিয়ে মুখ খুলেছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। আর কী বললেন তিনি, তা দেখে নিন ভিডিয়োয় - 

অযোগ্য শিক্ষকরাও কি এবারের মাধ্যমিকের খাতা দেখেছিল?‌ সামনে আসছে নয়া তথ্য‌
মাধ্যমিক পরীক্ষা (HT_PRINT)
এদিকে ছেলের ফলে আপ্লুত চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন। তিনি বলেন, 'ওকে পড়ার কথা কখনও বলতে হত না। ওর মাস্টারমশাইরা সাহায্য করেছে। কোনও বাঁধাধরা নিয়ম করে ওকে পড়তে দেখিনি। এছাড়া ছেলে কখনও কখনও আমাদের বলত ইতিহাসের ছোট ছোট প্রশ্ন মুখে মুখে ধরতে, সেটাই করতাম। ও ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। নার্সারি থেকেই ফার্স্ট হয়ে এসেছে।'  

৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন, হতে চায় ডাক্তার

এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ। চন্দ্রচূড় ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে আজ।

‘‌আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই’‌, মাধ্যমিকে প্রথম হয়ে ইচ্ছাপ্রকাশ চন্দ্রচূড়ের
কোচবিহারের রামভোলা হাইস্কুল থেকে প্রথম হয়েছেন মাধ্যমিক পরীক্ষায় চন্দ্রচূড় সেন।
এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে মেধাতালিকায়।   (Nitin Sharma)

পাশ ৭৬৫২৫২ পরীক্ষার্থী, মাধ্যমিকে এবার পূর্ব মেদিনীপুরকে পিছনে ফেলল উত্তরের জেলা

এবারে প্রায় ৯ লাখ পীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে। তার মধ্যে পাশ করেছে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন। এবারে পাশের হারের নিরিখে শীর্ষে আছে উত্তরের এক জেলা। এদিকে কলকাতা আছে তৃতীয় স্থানে।

আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফল (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

WB Madhyamik Result: ২৪-এর ফল প্রকাশের দিনে ২০২৫'র মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি

চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল। এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় ফল দেখতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

Madhyamik 2024 Toppers List: মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা
সাম্যপ্রিয়কে মিষ্টি খাওয়ানো হচ্ছে, হাসিমুখে চন্দ্রচূড় ও মিষ্টিমুখ পুষ্পিতার।
Check Madhyamik Result 2024 Online: ওয়েবসাইটে বেরোল মাধ্যমিকের ফল! এক ক্লিকে এখান থেকেই দেখে নাও নিজের রেজাল্ট
Madhyamik 2024 Result: এবার অনলাইনে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)