বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ > ঘরে ঘরে পদ্ম দিদিমণি জব্দ:‌ স্লোগান বৈশাখীর ; মমতা আর ক্ষমতায় ফিরবেন না‌ :‌ শোভন

ঘরে ঘরে পদ্ম দিদিমণি জব্দ:‌ স্লোগান বৈশাখীর ; মমতা আর ক্ষমতায় ফিরবেন না‌ :‌ শোভন

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

শোভনের দাবি, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব নির্বাচন আমি করিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারি যে বাংলার কত বড় সর্বনাশ হয়েছে। সেই প্রায়শ্চিত্ত করছি এখন।’‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার। তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার সেখানেই দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে ট্যাবলো করে রোড–শো করার থাকলেও পায়ে হেঁটে মিছিল করেন শোভন–বৈশাখী। তাঁদের ঘিরে রীতিমতো জনজোয়ার দেখা যায় ডায়মন্ড হারবারে।

পায়ে হেটে মিছিল কেন জানতে চাইলে বিজেপি–র কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘ট্যাবলো যাওয়ার মতো জায়গা নেই। ‌মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন কোনও পথ থাকে না। আজ তৃণমূলের বিরুদ্ধে মানুষ রাস্তা দেখাচ্ছে। আগামীদিনে বিজেপি–কে বরণ করে নেওয়ার জন্য মানুষই রাস্তা দেখাচ্ছে। শত বাধা, শত প্রতিরোধ থাকা সত্ত্বেও আজ মানুষ রাস্তায় নেমে এসেছে।’‌

শোভনের দাবি, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব নির্বাচন আমি করিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারি যে বাংলার কত বড় সর্বনাশ হয়েছে। সেই প্রায়শ্চিত্ত করছি এখন।’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কলকাতার প্রাক্তন মেয়র শোভন বলেন, ‘‌মমতা মানুষের থেকে অনেক দূরে। তৃণমূল আর সরকার গড়তে পারবে না।’‌ নন্দীগ্রামে ভোটপ্রার্থী হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিক্রিয়ায় শোভন বলেন, ‘‌মমতা যেখান থেকেই প্রার্থী হোক, মানুষ আর তাঁকে বিধানসভায় ফেরাবে না।’‌

মিছিলে এদিন ‘‌ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ’‌ স্লোগান তুলতে দেখা যায় কলকাতা বিজেপি–র সহ–আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ট্যাবলো ছেড়ে পদযাত্রা কেন জানতে চাইলে তিনি বলেন, ‘‌এখানে আসার পথে আজ মানুষ আক্রান্ত হয়েছেন। যে মুহূর্তে আমরা এটা শুনেছি যে আমাদের কর্মীরা আক্রান্ত তখন আমরা ঠিক করেছি যে এদের সঙ্গে পা মিলিয়ে সভাস্থলে যাব। তাঁর কথায়, ‘‌এখানে সন্ত্রাস আছে। মানুষ সেই সন্ত্রাস, হিংসা উপেক্ষা করে এসেছে। এতেই বোঝা যায় যে ডায়মন্ড হারবারের মানুষ আমাদের সঙ্গে আছেন।’‌

জানা গিয়েছে, এর পরে নিজের বিধানসভা এলাকা বেহালা পূর্বে আগামী সপ্তাহে যেতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। থাকবেন বৈশাখীও। সূত্রের খবর, ২২ জানুয়ারি বেহালা পূর্বে হতে পারে শোভন–বৈশাখীর রোড–শো।

ভোটযুদ্ধ খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.