বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ > বুধবার পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দফায় দফায় বৈঠক বৃহস্পতিবার

বুধবার পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দফায় দফায় বৈঠক বৃহস্পতিবার

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ফাইল ছবি

শুক্রবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩ ভোটারের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও।

উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন বাংলা থেকে ফিরে যাওয়ার পর এবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা গিয়েছে, ২০ জানুয়ারি, বুধবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা–সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে পশ্চিমবঙ্গে। ওদিন সন্ধেবেলা তাঁদের আসার কথা। পরের দিন, বৃহস্পতিবার জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

বৃহস্পতিবার দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের। শুক্রবার তাঁরা ফিরে যাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলার পাশাপাশি অসমেও নির্বাচন রয়েছে। বুধবার পশ্চিমবঙ্গে আসার আগে তাঁরা যাবেন অসমে। সেখান থেকে তাঁরা বাংলায় আসবেন।

অতি সম্প্রতি বঙ্গ সফরে এসে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে রাজ্যে ১০০ শতাংশ শান্তি ফিরলে তবেই হবে ভোট। পাশাপাশি উপ নির্বাচন কমিশনার কমিশনারের হুঁশিয়ারি, কর্তব্যে কোনও গাফিলতি থাকলে জেলাশাসক, পুলিশ সুপারদের মতো সরকারি আধিকারিকদের সরাসরি অপসারণ করা হবে। শো–কজের সুযোগও দেওয়া হবে না।

এদিকে, শুক্রবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩ ভোটারের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও।

ভোটযুদ্ধ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.