বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ > সায়নীর ‘টাইপ’‌ তুলে আক্রমণ, পরে ‘‌ক্ষ্যামা দে মা লক্ষ্মী’‌ বলে হাঁফ ছাড়লেন তথাগত

সায়নীর ‘টাইপ’‌ তুলে আক্রমণ, পরে ‘‌ক্ষ্যামা দে মা লক্ষ্মী’‌ বলে হাঁফ ছাড়লেন তথাগত

সায়নী ঘোষ ও তথাগত রায়। ফাইল ছবি

সায়নীর অভিযোগ, ‘‌হিন্দুত্ব করতে গিয়ে হিন্দুদেরই ভুলে গেছেন। গান্ধী কলোনিকে গডসে কলোনি আপনারাই বানাবেন, আমি নিশ্চিত।’‌

একদিকে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ আর অন্যদিকে ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। অসমবয়সী এবং ভিন্ন ঘরানার এই দুই জনপ্রিয় ব্যক্তির মধ্যে শুক্রবার টুইটে লাগল যুদ্ধ। এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপি–র বর্ষীয়ান নেতা তথাগত রায়। এবার রীতিমতো সায়নী ঘোষের ‘‌টাইপ’‌ নিয়ে কথা বলে বিতর্ক শুরু করলেন তিনি। তবে শেষ করলেন নিজেই। বললেন, ‘‌আর পারছি না। ক্ষ্যামা দে, মা লক্ষ্মী!‌’‌

সম্প্রতি এক বাংলা খবরের চ্যানেলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাসভায় অংশ নেন সায়নী। সেখানে তিনি বলেছিলেন, ‘‌জয় শ্রীরাম স্লোগানটি আজ রণধ্বনিতে পরিণত হয়েছে। যা অত্যন্ত ভুল। আর এটি বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত।’‌ আর তাঁর এই মন্তব্যের জেরেই রাজ্য বিজেপি যুব মোর্চার আইটি সেলের প্রাক্তন প্রধান অভিজিৎ বসাকের রোষের মুখে পড়েন তিনি। টুইটে অভিজিৎ সায়নীকে উদ্দেশ্য করে ও তথাগত রায়কে ট্যাগ করে লেখেন, ‘‌স্টুডিওতে বসে রাজনৈতিক লেকচার দিচ্ছে এবং ১৯৪৭–এর দেশভাগ ও সেই সময় ঘটে যাওয়া একাধিক জেনোসাইডকে অস্বীকার করেছে।’‌

এর পরই আসরে নামেন তথাগত রায়। তিনি লেখেন, ‘‌এই টাইপটাকে দেখেই কথায় বলে মূর্খের অশেষ দোষ। পশ্চিমবঙ্গে বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে— ছিঃ এসব বলতে নেই। করুক না ওরা কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ! হোক না সোয়া কোটি হিন্দু গৃহহীন পথের ভিখারি, ওরাও তো মানুষ।’‌ এভাবেই দেশভাগ ও তার নেপথ্যে থাকা ‘‌মুসলিম’‌দের প্রতি বিষোদগার করেন তথাগত।

চুপ করে বসে থাকেননি সায়নী। পাল্টা টুইটে তিনি তথাগতকে আক্রমণ করে বলেন, ‘‌আরে টাইপ গোছের কথা বলে নিজের মানসিক ও সামাজাকি সংকীর্ণতার পরিচয় দিলেন। আপনার মতো ‘‌জিনিস’‌ সত্যি পশ্চিমবঙ্গের মানুষের কাম্য নয়!‌’‌ সায়নী ইংরেজি হরফে তবে বাংলায় তথাগত রায়কে উত্তর দিয়েছিলেন। কিন্তু তা পছন্দ হয়নি বিজেপি নেতার। তিনি পাল্টা কটাক্ষ করে লিখেছেন, ‘‌এসব কী আবোল–তাবোল লিখেছে? তাও আবার রোমান হরফে!’‌ যদিও সায়নী সাফ জানিয়ে দিয়েছেন, ‘‌সত্যি বললেই আবোল–তাবোল মনে হয়। আমার যা হরফে ইচ্ছে তাতেই লিখব। এটাই আমার পছন্দ। আপনি পারলে এভাবেই পড়ার চেষ্টা করুন।’‌

এর পরও খান দুয়েক টুইটে চলতে থাকে তর্ক। শেষে ‘‌আর পারছি না। ক্ষ্যামা দে, মা লক্ষ্মী’‌ বলে পাততাড়ি গুটিয়ে ময়দান ছাড়েন তথাগত রায়। আর শেষ জবাবে সায়নী বিজেপি–র প্রতি ক্ষোভ দেখিয়ে লেখেন, ‘‌যারা দেশভাগের সময় কত হিন্দু মরেছিল, তাই এখন মুসলমান মারব বলে জাস্টিফাই করছেন, এই মুহূর্তে দেশের মানুষকে কত যত্নে রেখেছেন তা ক্ষুধা সূচক দেখলে বোঝা যায়।’‌ সায়নীর অভিযোগ, ‘‌হিন্দুত্ব করতে গিয়ে হিন্দুদেরই ভুলে গেছেন। গান্ধী কলোনিকে গডসে কলোনি আপনারাই বানাবেন, আমি নিশ্চিত।’‌

যদিও প্রথমে এই কাদা ছোড়াছুড়িতে অংশ নিতে চাননি অভিনেত্রী সায়নী ঘোষ। এ ব্যাপারে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, ‘‌আমি তথাগত রায়কে আগে থেকে চিনতাম না। কোনও পূর্বপরিচয় ছিল না। কিন্তু হঠাৎ আমায় ট্যাগ করে আমার ‘টাইপ’ নিয়ে কথা বলতে শুরু করলেন। এর উত্তর দেওয়াটা জরুরি। আমি ওঁর হাঁটুর বয়সি। কোন স্তরে নামতে চাইছেন তাঁরা, এটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে।’‌ সায়নী–তথাগত টুইট–যুদ্ধ থামালেও চুপ করে বসে নেই নেট–নাগরিকরা। কেউ সায়নী, কেউ তথাগতর পক্ষ নিয়ে তাঁরা এখনও মত্ত কাদা ছুড়তে!‌

ভোটযুদ্ধ খবর

Latest News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না মিঠুনকে ‘গদ্দার’, ‘দোআঁশলা’ বলে আক্রমণ, মমতার ভাষাতেই মমতাকে জবাব দিলেন BJP নেতা CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো কোথায় হবে ISL 2023-24 ফাইনাল? কলকাতার সমর্থকদের জন্য খুশির খবর, থাকতে পারে চমক! 'এত বড় সাহস! লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেবে? কে রে হরিদাস!' বললেন মমতা তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে স্বস্তির বর্ষণ? T20 ও ODI বিশ্বকাপে দেখা হয়, কিন্তু ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হোক, চান রোহিত! মমতার প্ররোচনাতেই রেজিনগরে হামলা, মুখ্যমন্ত্রীর বক্তব্য সহরাওয়ার্দির মতো: শমীক আগে জল দিন তারপর প্রচার করবেন! উলুবেড়িয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সাজদা সন্তান আসার আগে অমর চিত্র কথা-রামায়ণে মজে ইয়ামি! বললেন 'আমার বর আদিত্য আমায়…'

Latest IPL News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.