বাংলা নিউজ > ভোটযুদ্ধ > AAP in Gujarat Assembly Election: ‘হারকে জিতনে ওয়ালে কো…’, গুজরাটে জমানত বাজেয়াপ্তের রেকর্ড গড়েই ‘বড় জয়’ AAP-এর

AAP in Gujarat Assembly Election: ‘হারকে জিতনে ওয়ালে কো…’, গুজরাটে জমানত বাজেয়াপ্তের রেকর্ড গড়েই ‘বড় জয়’ AAP-এর

সরকার গঠনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ঝুলিতে এসেছে ম... more

সরকার গঠনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ঝুলিতে এসেছে মাত্র পাঁচটি আসন। তবে তাতেই খুশি আম আদমি পার্টি। কারণ এই পাঁচ আসনের দৌলতেই এবার জাতীয় পার্টির তকমা পেতে চলেছে কেজরির আম আদমি পার্টি। গুজরাটে কংগ্রেসের ঘর ভাঙিয়ে অনেক ভোট পেলেও সেই অর্থে আসন পায়নি আম আদমি পার্টি। তবে তাতে তাদের মাথা ব্যথা নেই।

অন্য গ্যালারিগুলি