সরকার গঠনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ঝুলিতে এসেছে ম... more
সরকার গঠনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ঝুলিতে এসেছে মাত্র পাঁচটি আসন। তবে তাতেই খুশি আম আদমি পার্টি। কারণ এই পাঁচ আসনের দৌলতেই এবার জাতীয় পার্টির তকমা পেতে চলেছে কেজরির আম আদমি পার্টি। গুজরাটে কংগ্রেসের ঘর ভাঙিয়ে অনেক ভোট পেলেও সেই অর্থে আসন পায়নি আম আদমি পার্টি। তবে তাতে তাদের মাথা ব্যথা নেই।
1/5১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৫টি আসনে জিতেছে কেরজির আপ। এর আগে গুজরাটে দুটি আসনে জিতেছিল আম আদমি পার্টি। তাছাড়া দিল্লি এবং গুজরাটে সরকারে রয়েছে আম আদমি পার্টি। নিয়ম অনুযায়ী, চারটি রাজ্যে ৬ শতাংশ ভোট পেলে এবং বিধানসভায় উপস্থিতি থাকলে জাতীয় পার্টির তকমা পাওয়া যায়। (Ashok Munjani)
2/5এদিকে গুজরাটে প্রায় ১৩ শতাংশ বা ৪০ লাখ ভোট পেয়েছে। তবে তা সত্ত্বেও গুজরাটে আম আদমি পার্টির রেকর্ড সংখ্যক প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে। তবে গুজরাটে আম আদমি পার্টির উদয় সেই রাজ্যের রাজনৈতির মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে চলেছে। (Ashok Munjani)
3/5উল্লেখ্য, এর আগে সুরাট পুরনির্বাচনে কংগ্রেসকে সরিয়ে ২৭টি ওয়ার্ডে জয়ী হয়ে প্রধান বিরোধী দল হয়েছিল আম আদমি পার্টি। এরপরই গুজরাটকে পাখির চোখ করে লাফ দিয়েছিলেন কেজরিরা। গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য প্রচুরবার প্রচারে গিয়েছিলেন। (Ashok Munjani)
4/5উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪১.৪৪ শতাংশ। অপরদিকে ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ নেমে হল ২৭ শতাংশ। এদিকে ২০১৭ সালে নির্বাচনে না লড়াই করা আম আদমি পার্টি এবার গুজরাটে ১৩ শতাংশ ভোট পেয়েছে। এই আবহে অনেকটাই ভোট শতাংশ বেড়েছে বিজেপিরও। (Ashok Munjani)
5/5এদিকে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল কংগ্রেস। তবে এবার গুজরাটে সেভাবে নজরই দেয়নি কংগ্রেস। সেভাবে প্রচারও করা হয়নি এই রাজ্যে। অশোক গেহলটকে দায়িত্ব দেওয়া হলেও রাহুল গান্ধী সাকুল্যে একবার মাত্র গিয়েছিলেন গুজরাটে। এই পরিস্থিতি কংগ্রেস খুবই বাজে ফল করেছে। কংগ্রেসের সেই ‘ফাঁকা এলাকায়’ নিজেদের স্থান পাকা করতে চেয়েছিল আপ। (Ashok Munjani)