কর্ণাটক বিজেপিতে ভোটের আগে যে সমস্যা ছিল রাজস্থান বিজেপিতেও পরিস্থিতি একই। নেতৃত্ব ঘিরে হেভিওয়েটদের মধ্যে সংঘাতের ছবি মরুরাজ্যে বহুদিনের। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পর দলের পক্ষে লিঙ্গায়েত ভোটে ধাক্কা লাগে বলে ধারণা অনেকের।
1/6হিমাচেলর পর কর্ণাটকেও সাফল্য কংগ্রেসের, অন্যদিকে কর্ণাটক বিধানসভা ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কংগ্রেসের সুপরিকল্পিত স্ট্র্যাটেজির কাছে কেন্দ্রের শাসকদল বিজেপি কার্যত ব্যাকফুটে রয়ে গিয়েছে কর্ণাটকে। এই পরিস্থিতিতে আসন্ন রাজস্থান নির্বাচন নজরে রয়েছে বিজেপি ও কংগ্রেস দুই দলেরই। রাজস্থানে কোন কোন চ্যালেঞ্জ বিজেপি ও কংগ্রেসের সামনে রয়েছে , বা কী কী সুবিধা দুই পার্টি পেতে পারে, তা দেখে নেওয়া যাক। (ANI Photo) (ANI)
2/6কর্ণাটক বিজেপিতে ভোটের আগে যে সমস্যা ছিল রাজস্থান বিজেপিতেও পরিস্থিতি একই। নেতৃত্ব ঘিরে হেভিওয়েটদের মধ্যে সংঘাতের ছবি মরুরাজ্যে বহুদিনের। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পর দলের পক্ষে লিঙ্গায়েত ভোটে ধাক্কা লাগে বলে ধারণা অনেকের। এদিকে, রাজস্থানে বিজেপির টিকিট ঘিরে প্রভাবশালী নেতা নেত্রীদের মধ্যে মনোমালিন্য ঘিরে নানান খবর হাওয়ায় ভেসেছে। সেরাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির মুখ বসুন্ধরা রাজে। যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৮ ভোটে হেরে যায় বিজেপি। সেখানে প্রতিষ্ঠান বিরোধী ভোটের আধিক্য ছিল বলে মনে করেছেন অনেকে। সেই জায়গা থেকে বিজেপি প্রার্থী বাছাই ঘিরে সতর্কতার পথে। (Photo by Manjunath KIRAN / AFP) (ANI)
3/6তবে কর্ণাটকের কংগ্রেসের মতো রাজস্থানে কংগ্রেসের অবস্থা নেই। কর্ণাটকে ডিকে শিবকুমার ও সাদ্দারামাইয়া তাবড় লড়াই দিয়েছেন ভোটে একযোগে। এদিক, রাজস্থানে ২০১৮ সালে ভোট জয়ের পর মুখ্যমন্ত্রী হন অশোক গেহলোট, উপমুখ্যমন্ত্রী হন সচিন পাইলট। পরে ২০২০ সালে সচিন ও তাঁর সমর্থরা এসোক গেহলোটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেই রেশ এখনও চলছে। পার্টিতে এই বর্ষীয়ান বনাম তরুণ তুর্কীর সন্ধি ও সন্ধি বিচ্ছেদ ঘিরে উদ্বেগ কম নেই। (PTI Photo) (PTI05_13_2023_000010B) (ANI)
4/6রাজস্থানের বিজেপির বেশ কিছু নেতার মতে, ‘গুজরাটে ৫০ শতাংশ নতুন মুখকে প্রার্থীপদের টিকিট দেওয়া হয়েছিল। আর তার ফল সকলের সামনে।’ সেই জায়গা থেকে কংগ্রেস ছেড়ে আসা নেতাদের ও আরএসএস ব্যাকগ্রাউন্ড যুক্ত নেতাদের প্রার্থীপদ নিয়ে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। তবে কর্ণাটক বিজেপির থেকে রাজস্থান বিজেপির একটি অ্যাডভান্টেজ রয়েছে। কর্ণাটকে স্থানীয় নেতার মুখ সেভাবে প্রকট হতে পারেনি বিজেপি থেকে। মোদী ম্যাজিকই ছিল বিজেপির ভরসা। তবে রাজস্থানে বসুন্ধরা রাজে স্থানীয় নেত্রী হিসাবে বেশ খ্যাত। মোদীর মতো জনপ্রিয়তা না থাকলেও সিন্ধিয়া বংশের এই রাজকন্যার জনপ্রিয়তা মরুরাজ্যে কম নেই! (ANI)
5/6এদিকে, রাজস্থান কংগ্রেসে সচিন পাইলটের দ্রোহ বেশ ভাবাচ্ছে কংগ্রেস হাইকমান্ডকে। সচিনের পৃথক যাত্রার দিকেও নজর রয়েছে সনিয়া শিবিরের। এদিকে, সচিন বলছেন, যদি কর্ণাচকে বোম্মাই সরকারের দুর্নীতি কংগ্রেসকে জেতাতে সাহায্য করে তাহলে রাজস্থানে রাজের দুর্নীতি নিয়ে কেন মুখ খুলছেন না গেহলোট? এই পরিস্থিতিতে রাজস্থান ভোটে গেহলোট সামনে থাকেন না পাইলট সেদিক নিয়ে কংগ্রেসের স্ট্র্যাটেজির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। (ANI)
6/6উল্লেখ্য, কর্ণাটকের ভোটে মেরুকরণের রাজনীতিতে জোর দিয়ে ভোটে লড়াইয়ের ঘুঁটি সাজিয়েছিল বিজেপি। তবে, রাজস্থানে ভোট সম্প্রদায়ভিত্তিক ভোটব্যাঙ্কের চেয়েও জাতিগত ভোটব্যাঙ্কে হয়। সেক্ষেত্রেও প্রার্থী হিসাবে কে উঠে আসছেন, সরকারি প্রকল্পে কোন কোন সুবিধা এসেছে, তা থাকবে বড় ইস্যু হয়ে। বলছেন, বহু রাজনৈতিক বিশেষজ্ঞ। (Photo by Manjunath KIRAN / AFP) (ANI)