২০২৪ সালে বিজেপির সামনে কোনও প্রতিযোগিতাই নেই। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ বলেন, 'গোটা দেশ প্রধানমন্ত্রী মোদীকে পূর্ণ সমর্থন জানাবে।' তিনি বলেন, 'কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের ফলে জনসাধারণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।' তিনি আরও বলেন, '২০২৪ সালের নির্বাচন শুধুমাত্র এটাই নির্ধারণ করবে যে দেশের প্রধান বিরোধী দল কোনটা হবে।'
কংগ্রেস ও রাহুল গান্ধীকে তোপ দেগে শাহ বলেন, 'নির্বাচনমুখী মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরায় রাহুল গান্ধী হয়ত এই কারণেই প্রচার করেননি, কারণ তারা জানে যে সেখানে তাদের জয়ের কোনও আশা নেই।' উত্তরপূর্বের বাঙআলি অধ্যুষিত ত্রিপুরা নিয়ে শাহ বিশেষ ভাবে বলেন, 'ত্রিপুরার ছবি পাল্টে দিয়েছি আমরা। ত্রিপুরায় আমরাই সরকার গড়ব।' শাহ বলেন, 'ত্রিপুরায় আমাদের আমলে হিংসার আবহাওয়া দূর হয়ে গিয়েছে। উত্তরপূর্ব ভারতের অশান্তির ছবি পাল্টে গিয়েছে। ৮ হাজার জঙ্গি আত্মসমর্পণ করেছে।'
শাহ দাবি করেন, গত ৮ বছরের মধ্যে উত্তরপূর্ব ভারতে ৫১ বার পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী সরকারের উন্নয়নের সুফল ত্রিপুরার জনজাতিভুক্ত মানুষেরাও পাচ্ছেন বলে দাবি করেন শাহ। অন্যদিকে, বাম আমলে এই রাজ্যের ক্ষতি হয়েছে অভিযোগ করেন তিনি। এদিকে দুর্নীতি নিয়ে কংগ্রেসকে বিঁধে শাহ বলেন, 'কংগ্রেস আমলে ১২ লক্ষ কোটির টাকার দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সংস্থাই তখন এই তথ্য দিয়েছিল।' এই আবহে শাহ প্রত্যয়ী কণ্ঠে দাবি করেন, 'ত্রিপুরায় বিজেপির আসন ও ভোট শতাংশ এবার বাড়বে।'
এদিকে উত্তরপূর্বের রাজ্যগুলি ছাড়াও এবছর আরও বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নিয়ে অমিত শাহ দাবি করেন, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের বিধানসভা নির্বাচনেও বিজেপির জয় হবে। অমিত শাহ বলেন, 'আট বছরের স্বল্প সময়ে আমরা দেশের ৬০ কোটি দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। অনেক কিছু অর্জন করেছি আমরা। রেলওয়েতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। মহাকাশ খাতে নতুন নীতি এসেছে এবং আমরা এই সেক্টরে শীর্ষ স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন নীতি নিয়ে আমরা ড্রোন সেক্টরেও এগিয়ে যাচ্ছি।'