গতকাল এক অনুষ্ঠানে ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘দাঙ্গাবাজদের শিক্ষা দিয়েছিল বিজেপি।’ এবার সেই ‘শিক্ষা দিয়েছি’ মন্তব্যের পালটা তোপ দাগলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি শাহকে ‘ক্ষমতায় মত্ত’ বলে আখ্যা দেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন ‘কোন শিক্ষা দিয়েছেন অমিত শাহ?’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ গতকাল অভিযোগ করেন, আগে কংগ্রেস নিজেদের স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করে নিজেদের ভোটব্যাঙ্ক ঠিক রাখত। শাহের কথায়, ‘২০০২ সালের হিংসাকারীদের শিক্ষা দিয়ে গুজরাটে স্থায়ী শান্তি এনেছে বিজেপি।’ অমিত শাহ বলেন, ‘কংগ্রেসের শাসনকালে গুজরাটে প্রায়শই সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকত। বিভিন্ন জাত ও সম্প্রদায়কে উসকে দিত কংগ্রেস। এই দাঙ্গাগুলির মাধ্যমেই তাদের ভোটব্যাঙ্ক মজবুত রাখত কংগ্রেস। রাজ্যে একটা বড় অংশের প্রতি তারা অবিচার করেছে।’
এর জবাবেই ওয়াইসি গুজরাটের আমদাবাদের জুহাপুরায় এক জনসভায় অমিত শাহকে আক্রমণ শানিয়ে বলেন, ‘আপনার কতগুলো পাঠ আমাদের মনে রাখা উচিত, মিস্টার অমিত শাহ? তবে মনে রাখবেন, শিক্ষা দেওয়া কিছুই নয়, অন্যায়ের বিচার হলেই শান্তি মিলবে।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতা কখনও কারও কাছে চিরকাল থাকবে না। একদিন সবার কাছ থেকেই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। ক্ষমতায় মত্ত স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলছেন, তাঁরা শিক্ষা দিয়েছেন। আপনি কি শিক্ষা দিয়েছেন? সারা দেশে তুমি কুখ্যাত। দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। আপনি কী শিক্ষা দিয়েছেন?’
উল্লেখ্য, জুহাপুরা হল গুজরাটের সবথেকে বড় মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকাটা ভেজালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। যেটি আবার অমিত শাহের গান্ধীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালের ফল অনুযায়ী, ভেজালপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে এই বিধানসভা নির্বাচনে এআইএমআইএম গুজরাটে মোট ১২টি আসনে প্রার্থী দিয়েছে।