বাংলা নিউজ > ভোটযুদ্ধ > অসম বিধানসভা নির্বাচন ২০২১ > শূন্যে গুলি, কয়েক জায়গায় লাঠিচার্জ ছাড়া নির্বিঘ্নেই শেষ অসমের নির্বাচন. আত্মবিশ্বাসী দু'পক্ষই

শূন্যে গুলি, কয়েক জায়গায় লাঠিচার্জ ছাড়া নির্বিঘ্নেই শেষ অসমের নির্বাচন. আত্মবিশ্বাসী দু'পক্ষই

ভোটদানের পর সেলফি। (ছবি সৌজন্য পিটিআই)

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ভোট পড়েছে ৮০ শতাংশের উপর। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।

মোটের উপর নির্বিঘ্নেই মিটল অসমের তৃতীয় তথা শেষ দফার ভোট। কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও বড়সড় হিংসার ঘটনার সাক্ষী থাকতে হল না অসমকে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ভোট পড়েছে ৮০ শতাংশের উপর। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।

মঙ্গলবার ১২ টি জেলার ৪০ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। গোলকগঞ্জের দিগালতরি নিম্ন-প্রাথমিক বিদ্যালয়ের বুথে কোনও সমস্যার কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। শূন্যে এক রাউন্ড গুলিও ছোড়া হয়। নির্বাচন আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দু'জন পুলিশকর্মীকে হেনস্থা করা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। বিলাসীপাড়া পশ্চিম কেন্দ্রের গুপ্তিগাড়ার একটি বুথে বিনামূল্যে মাস্ক বিলি নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালানো হয়। বুথ লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এখানে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দু'জায়গাতেই কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। বঙ্গাইগাঁওতেও লাঠিচার্জ করেছে পুলিশ। সেখানে বড় জমায়েত হয়ে গিয়েছিল। তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি চালানো হয়। এছাড়া কয়েকটি বুথে ইভিএমে বিগড়ে যাওয়ার খবর মিলেছে।

তৃতীয় দফার ভোটগ্রহণের মধ্যেই বিজেপি এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোট - উভয়ই জয়ের ঘোষণা করে দিয়েছে। জানিয়েছে, পরবর্তী সরকার গঠন করবে তারা। মঙ্গলবার নিজের জালুকবাড়ি কেন্দ্রে ভোটদানের পর বিদায়ী মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘তৃতীয় দফায় আমরা ২২ টি আসনে জিতব। প্রথম এবং দ্বিতীয় দফায় আমরা যথাক্রমে ৪০ এবং ২৫ টি আসনে জিতব। গতবারের থেকেও বেশি আসন জিতব আমরা (২০১৬ সালে ৬০ টি আসন জিতেছিল বিজেপি) এবং (এবার) ৯০ টি আসনে পৌঁছে যাব।’ একইরকমভাবে আশাবাদী প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি রিপন বোরা। তিনি বলেন, ‘মানুষের বার্তা স্পষ্ট। কংগ্রেস এবং আমাদের জোটসঙ্গীরা সহজেই জিতবে। আমরা অসমে সরকার গঠন করতে তৈরি এবং আমাদের পাঁচটি প্রতিশ্রুতি কার্যকর করা হবে।’

ভোটযুদ্ধ খবর

Latest News

'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.