বাংলা নিউজ > ভোটযুদ্ধ > অসম বিধানসভা নির্বাচন ২০২১ > ‘‌কংগ্রেসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মানুষ’‌, কোকরাঝাড়ে আক্রমণ মোদীর

‘‌কংগ্রেসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মানুষ’‌, কোকরাঝাড়ে আক্রমণ মোদীর

কাঁথিতে নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্য পিটিআই)

মনকী কংগ্রেসের সঙ্গে যাদের জোট রয়েছে তা আসলে মহাজোট নয়, এটা মহাঝুট বলে বৃহস্পতিবার অসমের কোকরাঝাড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অসমের মানুষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে লাল–কার্ড দেখাবে। এমনকী কংগ্রেসের সঙ্গে যাদের জোট রয়েছে তা আসলে মহাজোট নয়, এটা মহাঝুট বলে বৃহস্পতিবার অসমের কোকরাঝাড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অসমের কোকরাঝড়ে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, ‘‌অসমের মানুষ কংগ্রেসের জোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।’‌ এখানে ৬ এপ্রিল শেষ দফার ভোট রয়েছে। তার আগে প্রচারে এসে কংগ্রেসকে এভাবে আক্রমণ করলেন তিনি।

এদিন কোকরাঝড়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‌অসমের যুব সম্প্রদায়ের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। তাঁদের ভাষাতেই বলি, এবার অসমের মানুষ ফের একবার কংগ্রেস ও মহাজোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।’‌ বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কংগ্রেসের ‘মহাঝুট’ জোটের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‌এই বিধানসভা নির্বাচন মহাঝুটের মহাজোট বনাম ডবল ইঞ্জিনের মহাবিকাশের লড়াই। অসমের মানুষেরা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য এনডিএ সরকারকেই ভরসা করেন। তাই প্রথম দফা থেকেই অসমের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন।’‌

কংগ্রেস শাসনকাল নিয়ে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী জানান, কংগ্রেস জমানায় অসমকে বোমা, গুলির মাঝে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেখানেই এনডিএ সরকার তাঁদের শান্তি ও সম্মান এনে দিয়েছে। অসমের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে কংগ্রেস। তিনি বলেন, ‘‌যাঁরা কোকরাঝাড়ে অশান্তির সৃষ্টি করেছিলেন, তাদের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস।’‌

কংগ্রেসের জোটসঙ্গী এআইইউডিএফকেও কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‌কংগ্রেস নেতারা বলছেন যে তালা–চাবিই অসমের মানুষদের পরিচিতি। কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তকে বুঝুন। ক্ষমতায় আসার জন্য তাঁরা এই ধরনের মানুষের সঙ্গে জোট বেঁধেছে। অপমানের জন্য কেবল কংগ্রেসই নয়, মহাজোটের সকল সদস্যকেই শাস্তি পেতে হবে।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.