বাংলা নিউজ > ভোটযুদ্ধ > অসম বিধানসভা নির্বাচন ২০২১ > মেলেনি করোনার দ্বিতীয় ডোজ, অথচ ফোনে ঢুকল মেসেজ, দাবি সাংসদের!

মেলেনি করোনার দ্বিতীয় ডোজ, অথচ ফোনে ঢুকল মেসেজ, দাবি সাংসদের!

সুস্মিতা দেব। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

অদ্ভূত কাণ্ড!

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। কিন্তু সরকারের তরফে মেসেজ চলে আসছে, তিনি নাকি করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন। এমনই দাবি করলেন কংগ্রস সাংসদ সুস্মিতা দেব। টুইট করে সেকথা জানিয়েছেন সুস্মিতা দেব নিজেই। 

সম্প্রতি অসমের কংগ্রেস সাংসদ টুইট করে জানিয়েছেন, তিনি এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। কিন্তু শনিবার তাঁর কাছে সরকারের তরফে একটি মেসেজ আসে যাতে দেখা যাচ্ছে, তাঁর করোনায় দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই মেসেজটি তাঁকে করা হয়। শেষে ভ্যাকসিনেশন সার্টিফিকেট তিনি কোথা থেকে দেখতে পাবেন, সেকথাও উল্লেখ করে দেওয়া হয় মেসেজে।

দেশজুড়ে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রতিদিনই দেশে করোনা সংক্রমণ বাড়ছে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫২,৮৭৯ জন। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে শুরু হয়েছে টিকা উৎসব। যদিও বিভিন্ন মহলের দাবি, টিকা উৎসব শুরু হলেও অনেক রাজ্যেই এখন ভ্যাকসিনের জোগান ঠিকমতো নেই। ফলে মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, রাজস্থানের মতো রাজ্যে টিকা ঠিকভাবে দেওয়া যাচ্ছে না বলে দাবি করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, রাজ্যে মাত্র দু'দিনের ভ্যাকসিনের জোগান মজুত আছে। প্রায় একই অবস্থা পঞ্জাবেও। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, তাদের রাজ্যে মাত্র ৫ দিনের ভ্যাকসিনের জোগান রয়েছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.