বাংলা নিউজ > ভোটযুদ্ধ > অসম বিধানসভা নির্বাচন ২০২১ > মেলেনি করোনার দ্বিতীয় ডোজ, অথচ ফোনে ঢুকল মেসেজ, দাবি সাংসদের!

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। কিন্তু সরকারের তরফে মেসেজ চলে আসছে, তিনি নাকি করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন। এমনই দাবি করলেন কংগ্রস সাংসদ সুস্মিতা দেব। টুইট করে সেকথা জানিয়েছেন সুস্মিতা দেব নিজেই। 

সম্প্রতি অসমের কংগ্রেস সাংসদ টুইট করে জানিয়েছেন, তিনি এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। কিন্তু শনিবার তাঁর কাছে সরকারের তরফে একটি মেসেজ আসে যাতে দেখা যাচ্ছে, তাঁর করোনায় দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই মেসেজটি তাঁকে করা হয়। শেষে ভ্যাকসিনেশন সার্টিফিকেট তিনি কোথা থেকে দেখতে পাবেন, সেকথাও উল্লেখ করে দেওয়া হয় মেসেজে।

দেশজুড়ে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রতিদিনই দেশে করোনা সংক্রমণ বাড়ছে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫২,৮৭৯ জন। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে শুরু হয়েছে টিকা উৎসব। যদিও বিভিন্ন মহলের দাবি, টিকা উৎসব শুরু হলেও অনেক রাজ্যেই এখন ভ্যাকসিনের জোগান ঠিকমতো নেই। ফলে মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, রাজস্থানের মতো রাজ্যে টিকা ঠিকভাবে দেওয়া যাচ্ছে না বলে দাবি করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, রাজ্যে মাত্র দু'দিনের ভ্যাকসিনের জোগান মজুত আছে। প্রায় একই অবস্থা পঞ্জাবেও। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, তাদের রাজ্যে মাত্র ৫ দিনের ভ্যাকসিনের জোগান রয়েছে।

বন্ধ করুন