Uttarakhand Election Results 2022: ‘এই জয় বলছে মোদীই আবার প্রধানমন্ত্রী হবেন’ বার্তা কৈলাস বিজয়বর্গীয়র
Updated: 10 Mar 2022, 08:25 PM ISTউত্তরাখণ্ড বিধানসভা ভোটের গণনা শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দিলেও থাকলেও, পরবর্তীকালে তা বিজেপির দাপটকেই তুলে ধরে।উত্তরাখণ্ডে সেনাপতি পুষ্কর ধামির পরাজয় হলেও, বিজেপির দুর্গ অটুট থাকে। দিনের শেষে বিজয়ীর বেশে উৎসবের মেজাজে ধরা দেয় বিজেপি। যদিও জোরদার লড়াই দিয়েও শেষ রক্ষা হয়নি কংগ্রেসের।