Election Results 2022: 'বিজেপির জয়ের সারথি দেশের স্ত্রী শক্তি', বললেন মোদী
Updated: 10 Mar 2022, 08:43 PM IST- আগামী দিনে দেশের রাজনীতির একটি চিত্র মোটামুটি ভাবে ফুটে উঠল এই নির্বাচনের ফল থেকে।
আজ পাঁচ রাজ্যে ভোট গণনা। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল প্রকাশ আজ৷ আর বেলা বাড়তেই পাঁচ রাজ্যের ফল স্পষ্ট হয়ে যায়। তাতে দেখা যায় যে বিজেপি চারটি রাজ্যে এগিয়ে গিয়েছে বিজেপি। এদিকে কংগ্রেস সবকটি রাজ্যেই প্রায় ধরাসায়ী। পঞ্জাবে দেখা যাচ্ছে আম আদমি পার্টির দাপট।
বিজেপি - ৩১ আসনে জয়ী (ভোট শতাংশ - ৩৮.৩)
কংগ্রেস- ৫ আসনে জয়ী (ভোট শতাংশ - ১৭.৮)
ন্যাশনাল পিপলস পার্টি - ৮ আসনে জয়ী (ভোট শতাংশ - ১৫.৮৩)
নাগা পিপলস ফ্রন্ট - ৫ আসনে জয়ী (ভোট শতাংশ - ৮.৯৮)
জনতা দল ইউনাইটেড - ৬ আসনে জয়ী (ভোট শতাংশ - ১০.৯৮)
বিজেপি - ২০ আসনে জিতেছে (ভোট শতাংশ - ৩৩.৩)
কংগ্রেস - ৯ আসনে জয়ী (ভোট শতাংশ - ২৩.৫)
আম আদমি পার্টি - ২ আসনে জয়ী (ভোট শতাংশ - ৬.৮)
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি - ২ আসনে জয়ী (ভোট শতাংশ - ৭.৬)
বিজেপি - ৪৮ আসনে জয়ী (ভোট শতাংশ - ৪৪.৩)
কংগ্রেস - ১৮ আসনে জয়ী (ভোট শতাংশ - ৩৮)
বহুজন সমাজ পার্টি - ২ আসনে জয়ী (ভোট শতাংশ - ৪.৮৬)
কংগ্রেস - ১৮ আসনে জয়ী (ভোট শতাংশ - ২৩.১)
আম আদমি পার্টি - ৯২ আসনে জয়ী (ভোট শতাংশ - ৪২.১)
বিজেপি - ২ আসনে জয়ী (ভোট শতাংশ - ৬.৬৩)
শিরোমণি অকালি দল - ৩ আসনে জয়ী (ভোট শতাংশ - ১৭.৭)
বহুজন সমাজ পার্টি - ১ আসনে জয়ী (ভোট শতাংশ - ২.০)
উত্তরপ্রদেশ (ম্যাজিক ফিগার - ২০২):
বিজেপি - ২৭৩ আসনে জয়ী (ভোট শতাংশ - ৪১.৮)
সমাজবাদী পার্টি - ১২৪ আসনে জয়ী (ভোট শতাংশ - ৩১.৯)
বহুজন সমাজ পার্টি - ১ আসনে জয়ী (ভোট শতাংশ - ১২.৭)
কংগ্রেস - ২ আসনে জয়ী (ভোট শতাংশ - ২.৪১)
রাষ্ট্রী লোক দল (এসপি-র জোটসঙ্গী) - ৮ আসনে জয়ী (ভোট শতাংশ ৩.১২)
আপনা দল (বিজেপির জোটসঙ্গী) - ১২ আসনে জয়ী
মোদী: এই বিপুল জয়, ভারতের ঊজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি
মোদী: আমি নিশ্চিত যে ভারতবাসী পরিবারতন্ত্রের সূর্যাস্ত ঘটাবে।
মোদী: আমি কোনও পরিবারের বিরুদ্ধে নই, আমার ব্যক্তিগত ভাবে কারোর সাথে শত্রুতা নেই। আমি সবাইকে বলেছি যে কীভাবে পরিবারতন্ত্র রাজ্যগুলিকে পিছিয়ে নিয়ে গিয়েছে। আর আমি খুশি যে লোকে সেটা বুঝে ভোট দিয়ে লোকতন্ত্রের স্তম্ভকে শক্তিশালী করেছে।
মোদী: ভারতের টিকার উপর প্রশ্ন করা হয়েছিল, যখন ইউক্রেনে আমেদের হাজার পড়ুয়া আটকে ছিল, তখন এখানে তাদের পরিবারের চিন্তা বাড়াচ্ছিল… এরা অপারেশন গঙ্গাকে প্রাদেশিকতার শৃঙ্খলে বাঁধতে চেয়েছিল।
মোদী: ভারতীয়রা যেভাবে স্থিতিশীল সরকারের পক্ষে ভোট দিয়েছে তাতে প্রমাণতি যে ভারতীয়দের রক্তে লোকতন্ত্র আছে।
মোদী: এখন যে যুদ্ধ চলছে, তার প্রভাব সব দেশে পড়ছে। ভারত শান্তির পক্ষে। ভারত মনে করে যে আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। যে দেশগুলি লড়ছে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, পাম তেলের দাম বাড়ছে। ভারত এই সামগ্রীগুলি বিদেশ থেকে আমদানি করে। তবে বাজেটের দিকে তাকালে আত্মবিশ্বাস বাড়ে যে ভারত আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে।
মোদী: পঞ্জাবে বিজেপি কর্মীদের শুভেচ্ছা। প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে তাঁরা লড়াই করেছে, তাতে আমি দেখতে পাচ্ছি যে পঞ্জাবে বিজেপি শক্তিশালী হয়ে যাবে। পঞ্জাব যেহেতু সীমান্তবর্তী রাজ্য, তাই বিজেপির কর্মীরা সেখানে বিচ্ছিনতাবাদী শক্তিকে ঠেকাতে সব কিছু করবে।
মোদী: ২০২২ সালের ফল ২০২৪ সালের ফল নিশ্চিত করে দিয়েছে।
মোদী: উত্তরপ্রদেশের জনতা সবাইকে শিক্ষা দিয়েছে যে জাতি দেশকে জুড়ে দেওয়ার জন্য বিভাজনের জন্য নয়।
মোদী: আমেদর সৌভাগ্য যে দেশের মা, বোন, মেয়েরা বিজেপিকে আশীর্বাদ দিয়েছে। আমাদের স্ত্রী শক্তি বিজেপির জয়ের সারথি। সবাই বিজেপির উপর নিরন্তর বিশ্বাস করে। তাঁরা বিশ্বাস করে যে তাঁদের সব চাহিদার দিকে আমাদের নজর থাকবে।
মোদী : মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে। বিজেপি এই বিষয়টি বোঝে। আমি নিজে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলাম। তাই বুঝি সবার কাছে সুবিধা পৌঁছে দিতে কত কঠোর পরিশ্রম করতে হয়। আমরা পুরো সরকার পরিচালনার পদ্ধতি বদলেছি। আমরা প্রতি গরিবের কাছে সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দেই। আমে গরিবের বাড়ি পর্যন্ত সুবিধা না পৌঁছে দিয়ে আরামে বসব না।
মোদী : আমাকে কর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগাম হোলি হবে। তাই হচ্ছে। বিজেপির ভোটের হার বেড়েছে। আমরা জয়ের বাউন্ডারি মেরেছি। গোয়াতে সব সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। ১০ বছর ধরে ক্ষমতায় থাকার পরও আসন বেড়েছে রাজ্যে। উত্তরাখণ্ডে ইতিহাস গড়েছে দল। এই প্রথমবার টানা দ্বিতীয়বার কোনও দল সরকার গঠন করল। সমুদ্র থেকে পাহাড়, গঙ্গা তীর থেকে উত্তরপূর্ব, সব দিক থেকে আশীর্বাদ পেয়েছে বিজেপি।
দিল্লিতে দলের সদর দফতরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অতিম শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি
গেরুয়া ঝড়ের মাঝেই সিরাথু কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। জানা গিয়েছে এই কেন্দ্রে গণনা নিয়ে ভোট আধিকারিকদের কাছে অভিযোগ জানালে ভোট গণনা স্থগিত রাখা হয়। বিস্তারিত পড়ুন
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে চলেছে বিজেপি। এই চার রাজ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সুশাসনকে জনগণ আবারও আশীর্বাদ করেছে। আমি প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতাদের অভিনন্দন জানাই।’ বিস্তারিত পড়ুন
৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে কার্যত বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশ,উত্তরাখণ্ড, মণিপুরে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির দিলীপ ঘোষ। উল্লেখ্য, সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরপ্রদেশে। সেখানে তিনি অখিলেশের সমর্থনে প্রচার করেন। আর তা নিয়েই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
শুধু পঞ্জাবে সরকার গঠন নিশ্চিত করাই নয়, গোয়াতেও নিজেদের অস্তিত্বের জানান দিল আম আদমি পার্টি। গোয়ায় আম আদমি পার্টি দুটি আসনে জিতেছে। ভোট পেয়েছে ৬.৮ শতাংশ। এদিকে ৫.২২ শতাংশ ভোট পেলেও তৃণমূল কংগ্রেস গোয়ায় কোনও আসনে জয় পায়নি।
পঞ্জাবে কংগ্রেস, শিরোমণি অকালি দলের হেভিওয়েটদের একে একে প্রত্যাখ্যান করলেন পঞ্জাবের জনগণ। অপ্রত্যাশিত ভাবে পঞ্জাবে হারের মুখোমুখি হতে চলেছেন সিধু, ক্যাপ্টেন, চান্নিরা। হারের মুখোমুখি বাদল পরিবারের দুই শীর্ষ নেতাও। একনজরে পঞ্জাবের অপ্রত্যাশিত ফলাফলগুলি
মান বলেন, ‘আমার প্রথম উদ্বেগ হল বেকারত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন পঞ্জাবের দায়িত্ব আমার কাঁধে। অনুগ্রহ করে আমার উপর বিশ্বাস রাখুন, আমরা পঞ্জাবে পরিবর্তন আনব। এক মাসের মধ্যে এই বদল দেখা যাবে। মুখ্যমন্ত্রী পুরো পাঞ্জাবের জন্য কাজ করবেন... কোনও দলের জন্য নয়। প্রতিটি পঞ্জাবি এই শাসনের সুবিধা পাবে।’
মান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হিসেবে মান শপথবাক্য পাঠ করবেন না রাজভবনে। বরং তিনি শপথবাক্য পাঠ করবেন ভগত সিংয়ের গ্রাম খতকরকলানে। উল্লেখ্য, রাজনীতিতে আসার পর থেকেই মান দাবি করে এসেছেন যে তিনি ভগত সিংয়ের অনুগামী। এদিকে পঞ্জাবের ধুরি আসনে ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতে তিনি পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভগবন্ত মান।
দুটি আসনে লড়েও শেষ রক্ষা হল না। দুটি আসনের একটিতেও জিততে পারলেন না পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী।
গোয়ায় দুটি আসনে আম আদমি পার্টির জয় নিশ্চিত হতেই অরবিন্দ কেজরিওয়াল দলের সদস্যদের অভিনন্দন জানান। জয়ী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘AAP গোয়ায় দুটি আসনে জিতেছে। ক্যাপ্টেন ভেঞ্জি এবং এর ক্রুজকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা গোয়ায় সৎ রাজনীতির সূচনা।’।
উত্তরপ্রদেশে বড় জয়ের পথে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে ২৬৮টি আসনে এগিয়ে এনডিএ। সমাজবাদী পার্টি ১০০-র গণ্ডি পার করলেও বিজেপির ধারের কাছে আসতে পারেনি অখিলেশের দল।