বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Assembly Elections Result 2022: জয়ীদের ধরে রাখা যাবে তো! ফলপ্রকাশের আগেই চিন্তায় কংগ্রেস, চলছে 'প্রস্তুতি'

Assembly Elections Result 2022: জয়ীদের ধরে রাখা যাবে তো! ফলপ্রকাশের আগেই চিন্তায় কংগ্রেস, চলছে 'প্রস্তুতি'

রাহুল গান্ধী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

রাতে পোহালেই ফলপ্রকাশ পাঁচ রাজ্যে।

প্রতীক্ষার শেষ। রাত পোহালেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। কী করছেন কুশীলবরা?

উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ইভিএম পাহারার কাজে ব্যস্ত। গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে কংগ্রেস নিজের ঘর সামলাতে ব্যস্ত। গত বিধানসভা নির্বাচনে গোয়া এবং মণিপুরে কংগ্রেস সবচেয়ে বড় দল হয়েও সরকার গঠন করতে পারেনি। বিজেপি তখন কংগ্রেস ও অন্য দলের বিধায়কদের ভাঙিয়ে সরকার গঠন করে। সেই অবস্থা যাতে না হয়, সেজন্য কংগ্রেসের দাপুটে নেতাদের তিন রাজ্যে পাঠানো হয়েছে। বিজেপি নেতারাও বসে নেই। তাঁরাও বৈঠক করছেন। গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী দিল্লি এসে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে গিয়েছেন।

অখিলেশের চিন্তা

উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন দিন-রাত ইভিএম পাহারা দিয়ে যান। মঙ্গলবার লখনউতে অখিলেশ বলেছেন, 'সতর্ক থাকুন, ভোট চুরি যেন না হয়।' এমনিতে ইভিএম যেখানে রয়েছে, সেখানে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালু থাকে। সেই ফুটেজ সব দলের প্রতিনিধিরা দেখতে পান। তা সত্ত্বেও এই সতর্কতা কেন?

অখিলেশ বলছেন, বারাণসীর ভোটপর্বের পর তাঁর দলের কর্মীরা ইভিএম ভরতি দু'টি ট্রাক ধরে ফেলেছিলেন। দু'টি ট্রাকই পালায়। কোনও গড়বড় না থাকলে তারা পালাবে কেন? ইভিএম নিয়ে ট্রাকের ভিডিয়ো ভাইরাল হয়। কিন্তু উত্তরপ্রদেশের জেলাশাসক কৌশলরাজ শর্মা বলেছেন, ওই ইভিএমগুলি প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মান্ডির একটি গুদাম থেকে ইভিএমগুলি বারাণসীর একটি কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এনিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কিন্তু জেলশাসকের কথায় ভরসা না রেখে সমাজবাদী কর্মীরা ইভিএম পাহারা দিচ্ছেন।

এখন অবশ্য প্রতিটি নির্বাচনেই বিরোধী দলগুলি ইভিএম পাহারা দেয়। তাদের বরাবরের অভিযোগ হল, ইভিএম বদল করার প্রবণতা থাকে শাসক দলের। সেটা রুখতেই তারা পাহারা দেন। উত্তরপ্রদেশে সেটাই হয়েছে।

কংগ্রেসের চিন্তা

কংগ্রেসের চিন্তা অবশ্য অন্য। তাদের চিন্তা দলের নবনির্বাচিত বিধায়কদের নিরাপদে রাখতে হবে। সেজন্য তাঁরা এই কাজে পারদর্শী নেতাদের বিভিন্ন রাজ্যে পাঠিয়েছে। কর্নাটকে শিবকুমার একসময় এই কাজে সাফল্য পেয়েছিলেন। তাই তাঁকে গোয়ায় পাঠানো হয়েছে। তাছাড়া সেখানে প্রবীণ নেতা পি চিদাম্বরম ঘাঁটি গেড়ে বসে আছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এখন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর খুবই পছন্দের নেতা। তাঁকে পাঠানো হয়েছে উত্তরাখণ্ডে। ছত্তিশগড়ের মন্ত্রী টি এস সিং দেওকে মণিপুর পাঠানো হয়েছে। পঞ্জাবে পাঠানো হয়েছে অজয় মাকেন ও পবন খেরাকে। প্রয়োজনে বিধায়কদের রাজস্থান ও ছত্তিশগড়ে নিয়ে আসা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে ভোট পরবর্তী জোটের জন্য যোগাযোগ করা হয়েছে। তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। অন্তত গতবারের তুলনায় কংগ্রেস অনেক বেশি সতর্ক ও প্রস্তুত।

বিজেপির প্রস্তুতি

বিজেপিতে অবশ্য অনেক আগে থেকেই নেতাদের দায়িত্ব দেওয়া থাকে। তবে এক্সিট পোলের ফলাফল প্রকাশের পর গোয়ার মুখ্যমন্ত্রী এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে গিয়েছেন। অমিত শাহ পাঁচ রাজ্যের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপি সভাপতি জে পি নড্ডাও একই কাজ করছেন। দলীয় সূত্রের খবর, শুক্রবার মোদী-শাহ দু'দিনের জন্য গুজরাটে যেতে পারেন। রোড শো করা ছাড়াও মোদীর সেখানে একাধিক কর্মসূচি আছে। গুজরাটে এবার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ভোটযুদ্ধ খবর

Latest News

ফেডারেশন কর্তাদের গাফিলতি, অলিম্পিক্সে শ্যুটিংয়ে সাফল্য নিয়ে অনিশ্চিত যশপাল রানা ৬ বছরের ছোট বরের সঙ্গে শুভদৃষ্টিতে লাজুক রূপাঞ্জনা, দেখুন বিয়ের নানান মুহূর্ত… রাজ্যে ৩ আসনের ভোটগ্রহণে কত শতাংশ ভোট পড়ল? কী জানাল নির্বাচন কমিশন? পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি আগামিকাল কেমন কাটবে দিন? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা! রইল ২০ এপ্রিলের রাশিফল চোখের পাতা পড়ার আগে বলুন তো ছবিতে কয়টি সংখ্যা দেখছেন? কনসার্ট শুনতে হাজির এ কে! ৩ মাসের শিশুকে দেখে এটাই করলেন অরিজিৎ বাংলাদেশে মন্দিরে আগুন, সন্দেহের বশে ৭ জনকে হাত - পা বেঁধে পেটাল জনতা, মৃত ২ 'আপনি মারা গিয়েছেন', ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে শুনলেন ব্যক্তি! জলপাইগুড়িতে ভোট দিতে এসে মালদার প্রিসাইডিং অফিসার জানতে পারলেন, তিনি 'মৃত'

Latest IPL News

পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.