ভোটগণনার সময় খোলা জায়নি EVM. যার ফলে শ্রীরামপুর পুরসভায় আরও একটি ওয়ার্ডে পুনর্নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে আগামী শুক্রবার। ওইদিনই প্রকাশিত হবে ফল। এই নিয়ে শ্রীরামপুর পুরসভায় ২টি ওয়ার্ডে হচ্ছে ফের ভোটগ্রহণ।
বুধবার ভোটগণনা শুরু হলে দেখা যায় শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নন্দলাল ইন্সটিটিউশনের ৩ নম্বর বুথের ভোটযন্ত্র খোলা যাচ্ছে না। ফলে এই বুথের ভোটগণনা সম্ভব হয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই বুথে মোট ৭১৩ জন ভোটদান করেছিলেন। কোনওভাবেই EVM খোলা না যাওয়ায় ওই বুথে ফের ভোটগ্রহণ ঘোষণা করতে বাধ্য হয় কমিশন। শুক্রবার ৪ মার্চ হবে সেখানে ভোটগ্রহণ। সেদিনই ভোটগ্রহণ শেষে হবে গণনা।
এর আগে ভোটগ্রহণে বেনিয়মের অভিযোগে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল কমিশন। মঙ্গলবার সেখানে ফের ভোটগ্রহণ হয়।