বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > বিজেপির স্বামী–স্ত্রী প্রার্থীর অশ্লীল ছবি দিয়ে পোস্টার, পুরভোটের আগে শোরগোল

বিজেপির স্বামী–স্ত্রী প্রার্থীর অশ্লীল ছবি দিয়ে পোস্টার, পুরভোটের আগে শোরগোল

প্রার্থী বিনীতা বড়াল এবং সিদ্ধার্থ বড়াল।

দাইহাট পুরসভার বিজেপি প্রার্থী দম্পতির এই অশ্লীল ছবি দিয়ে পোস্টার এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

বিজেপির মধ্যে বিদ্রোহ চলছে দীর্ঘদিন ধরে। মুষলপর্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরসভা নির্বাচনগুলির প্রার্থী তালিকা সব এখনও প্রকাশ করতে পারেনি। এই পরিস্থিতিতে দুই বিজেপি প্রার্থীকে (‌স্বামী–স্ত্রী)‌ নিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে পড়ল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। দাইহাট পুরসভার বিজেপি প্রার্থী দম্পতির এই অশ্লীল ছবি দিয়ে পোস্টার এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

কী আছে সেই পোস্টারে?‌ এলাকায় পড়া পোস্টারে দেখা যাচ্ছে, দুই বিজেপি প্রার্থী দম্পতি (‌স্বামী–স্ত্রী)‌ কোন সুমুদ্রতটে আলিঙ্গন করছেন। পরনের পোশাক পা থেকে উপরের দিকে উঠে গিয়েছে। ঘনিষ্ঠ মুহূর্তে ক্লিভেজ দেখা যাচ্ছে। এমনকী স্ত্রী–প্রার্থী বিয়ারের বোতল নিয়ে শুয়ে আছেন। এইরকম পোস্টার ঘিরে এখন মুখরোচক গল্প শুরু হয়ে গিয়েছে।

কাদের নিয়ে এই অশ্লীল পোস্টার?‌ এই পোস্টার প্রার্থী বিনীতা বড়াল এবং সিদ্ধার্থ বড়ালের। তাঁদের অভিযোগ, ব্যক্তিগত ছবি নিয়ে তা বিকৃত করে নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। দাইহাট পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি দম্পতি তাঁরা। বিনীতা বড়ালের অন্য পরিচয় তিনি বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা। স্বামী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

এই পোস্টার নিয়ে যখন বিতর্ক চরমে তখন তৃণমূল কংগ্রেস নেতা শিশির মণ্ডল বলেন, ‘‌প্রার্থী হতে না পেরে বিজেপির কেউ এই পোস্টার দিয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের কেউ এই কাজে জড়িত নয়।’‌ যদিও দম্পতির আপত্তিকর ঘনিষ্ঠ ছবি দিয়ে পোস্টার পড়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপির প্রার্থী তালিকায় থাকা স্বামী–স্ত্রী।

বন্ধ করুন