পুরভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বহরমপুর। একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে এবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের পৌরসভা ভোট নিয়ে সরাসরি আইপ্যাককে নিশানা করেলেন অধীর। তিনি বলেন, 'বহরমপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব, আইপ্যাক এবং পুলিশের ত্রিমূর্তি নির্বাচন এটা। বহরমপুরের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল রিপোর্ট পাঠিয়ে বিভ্রান্ত করছে।'
বহরমপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই বন্দুক দেখিয়ে বা বিভিন্নভাবে কংগ্রেসের প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেদের স্বার্থ কায়েম করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে বা তার নাম ব্যবহার করে এই দুষ্কৃতীমূলক কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। তাঁর দাবি, পুরভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে তাতে প্রার্থী তো বটেই সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে রয়েছেন। ভোটের আগে বহরমপুরে যেভাবে সন্ত্রাস চলছে তা দমন করতে ৫ মিনিটও সময় লাগে না। কিন্তু পুলিশ তা করছে না বলে অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী।
তিনি বলেন, 'বহরমপুর শহরে কংগ্রেস ক্ষমতায় নেই। পশ্চিমবঙ্গেও ক্ষমতায় নেই। আমাদের শূন্য আসন। তাহলে আমাদেরকে নিয়ে এত ভয় কীসের? কংগ্রেস যে বেঁচে রয়েছে সেটা প্রমাণ করার জন্যই আমাদের নির্বাচন। ভোটে জেতা বা না জেতা সেটা পরের বিষয়। আমরা শুধু ভোটের লড়াই করতে চাই।' এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, 'ভারতের বৈধ নাগরিক হিসেবে আমরা শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের সেই সুযোগটুকু শুধু করে দিন। এই যে নির্বাচন হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্বাচন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আইপ্যাক, এখানকার পুলিশ এবং এখানকার স্থানীয় নেতৃত্ব ফায়দা লুটছেন।'