এগরায় স্ট্রং রুমে প্রার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে দলের প্রার্থী, কর্মী–সমর্থকদের রীতিমতো ধস্তাধ্বস্তি হয়। ইভিএমের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এগরা পুরসভা ভোটে ব্যবহৃত ইভিএমগুলি রাখা হয়েছে সেখানকার মহকুমা শাসকের অফিসে। ভোট শেষ হয়ে যাওয়ার পর রবিবার রাতে যখন ইভিএমগুলিকে মহকুমা শাসকের দফতরে নিয়ে আসা হয়, তখন ইভিএম মেশিনের সঙ্গে প্রার্থীরাও স্ট্রং রুমে ঢুকতে চান। কিন্তু প্রশাসনের তরফে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই স্থানীয় বাসিন্দারা মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রার্থীদের সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। বিক্ষোভের চোটে এগরা–বাজাকুল রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চলে আসে প্রচুর পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, রবিবার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শাসক দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোট লুঠ করা, ইভিএম মেশিন ভাঙচুর করা সহ একাধিক অভিযোগ ওঠে। ভোট পর্ব মিটলেও রাতে উত্তেজনার আবহ বজায় থাকল।