বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > Asansol Municipal Poll: 'কেন আমাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে?'প্রশ্ন অগ্নিমিত্রার

Asansol Municipal Poll: 'কেন আমাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে?'প্রশ্ন অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা পাল। ফাইল ছবি।

পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয় তিনি নিজের ওয়ার্ডের বাইরে অন্য কোথাও ঘুরতে পারবেন না। এই মর্মে অগ্নিমিত্রা পালকে নোটিশ দেয় আসানসোল কমিশনারেটের পুলিশ।

আজ ৪ পুরনিগমের ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভোটে রিগিং, বুথ দখলের অভিযোগ তুলেছেন বিরোধীরা। আসানসোলে বিজেপির পুরভোটে দায়িত্ব রয়েছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভোটের সময় তাঁকে পুলিশ দিয়ে আটকে রাখার অভিযোগ তুললেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, ‘বিভিন্ন জায়গায় মুখ বেঁধে বাইকে করে অনেকে ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে না আটকে আমাকে আটকাতে তৎপর হয়েছে পুলিশ।’ 

আজ ভোটকে কেন্দ্র করে প্রথমে আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতে দেখা যায় বিজেপি বিধায়ককে। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী। আর তাতেই আপত্তি জানানো হয় পুলিশের পক্ষ থেকে। তাঁর বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয় তিনি নিজের ওয়ার্ডের বাইরে অন্য কোথাও ঘুরতে পারবেন না। এই মর্মে অগ্নিমিত্রা পালকে নোটিশ দেয় আসানসোল কমিশনারেটের পুলিশ। কিন্তু, সেই নোটিশ গ্রহণ করেননি অগ্নিমিত্রা পাল। তিনি জানান, 'পুলিশ আমাকে নোটিশ দিয়েছিল। কিন্তু, আমি সেই নোটিস গ্রহণ করেনি। নোটিশে হয়তো বলা থাকবে আমি নিজের ওয়ার্ডের বাইরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে পারবো না। তাই আমি নোটিশ গ্রহণ করেনি।'

যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি নিজের বাইরে যদি ঘুরতে চান তাহলে রাজ্য পুলিশ নিয়ে ঘুরতে হবে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শাসক দলকে কটাক্ষ করে বলেন, 'এই ধরনের কোনও নিয়ম আছে কিনা আমার জানা নেই। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন ওয়ার্ডে ঘুরতেই পারি। কোথাও রেগিং হচ্ছে কিনা তা আমাকে দেখতে হবে। কেন আমাকে আটকাতে এত তৎপর হচ্ছে পুলিশ?'

এর পাশাপাশি বেশ কিছু জায়গায় আসানসোলে বুথ দখলের অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা পাল। তাছাড়া, বিজেপির মহিলা মোর্চার নেত্রী কর্মীদের গায়ে হাত তোলারও অভিযোগ তুলেছেন । আসানসোল পুরভোটে শাসকদলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল

বন্ধ করুন