বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > Asansol Municipal Election: ‘ভালো জীবনসঙ্গী পেয়েছি’, ভ্যালেন্টাইনস দিবসে ভোটে জিতে স্বামীর প্রশংসা চৈতালির

Asansol Municipal Election: ‘ভালো জীবনসঙ্গী পেয়েছি’, ভ্যালেন্টাইনস দিবসে ভোটে জিতে স্বামীর প্রশংসা চৈতালির

চৈতালি তিওয়ারি 

জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপির প্রার্থী চৈতালি তিওয়ারি ১,৫৬১ ভোটে জয়ী হয়েছেন।

২৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপির প্রার্থী চৈতালি তিওয়ারি ১,৫৬১ ভোটে জয়ী হয়েছেন। যেখানে আসানসোলে ডবল ফিগারে যেতে পারেনি পদ্ম শিবির, সেখানে চৈতালিদেবীর জয় বিজেপির কাছে বড় প্রাপ্তি। দলবদল করা জিতেন্দ্রর কাছেও এটা বড় বিষয়। আর ভোটে জিতেই নিজের স্বামী জিতেন্দ্র তিওয়ারির প্রশংসা শোনা গেল চৈতালিদেবীর গলায়। প্রসঙ্গত, আজই ভ্যালেন্টাইনসস দিবস। আর সেদিনই স্বামীর সাহায্যে ভোটে জয়। এই বিষয়ে চৈতালিদেবী বলেন, ‘উনি ভোটে আমার ছায়াসঙ্গী হয়েছিলেন। ওঁকে ধন্যবাদ। আমি ভালো জীবনসঙ্গী পেয়েছি।’

এদিকে স্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জিতেন এই বিষয়ে বলেন, ‘এমন সার্টিফিকেট বিশ্বের সব পুরুষই পেতে চান।’ জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, ‘আসানসোলের অনেক ওয়ার্ডেই বিজেপি জিততে পারত। সন্ত্রাস হয়েছে, জোর করে হারানো হয়েছে। এই অবস্থায় কর্মীদের পাশে থাকতে হবে। আসানসোল বঞ্চনার শিকার। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ভালো কাজের প্রশংসাও করতে হবে।’

উল্লেখ্য, এর আগে বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা চৈতালি তিওয়ারির গায়ে হাত তুলেছিলেন। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন জিতেন্দ্র। এদিকে এই ঘটনার পর সংবাদমাধ্যমের সামনেই কেঁদে ফেলেন জিতেন্দ্রর স্ত্রী। তবে আজ ভোটে জিতে গেরুয়া আবীরে মাখামাখি করলেন চৈতালি। পাশাপাশি জিতেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়েও ‘হুঁশিয়ারি’ দিয়ে রাখলেন।

বন্ধ করুন