বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ। (HT_PRINT)

বিধানগর পুরনির্বাচনের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা চালানো হয়েছে বলে বিজেপির অভিযোগ।

পুরসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল বিধান নগর। বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। মারধর করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে দাবি করেছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিধানগর পুরনির্বাচনের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা চালানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। তাদের অভিযোগ, এদিন আচমকাই কয়েক জন দুষ্কৃতী জোর করে কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। কার্যালয়ে অবস্থিত বিজেপি কর্মীরা তাদের বাধা দিতে গেলেই ঘটে বিপত্তি। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। বাদ যায়নি বিজেপির মহিলা কর্মীরাও। তাদেরকেও মারধর করার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের আরও অভিযোগ, মারধর করার পাশাপাশি কার্যালয় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়। দলের প্রচারের জন্য থাকা হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দলের কার্যালয়ে থাকা একাধিক কম্পিউটার ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।

বিজেপি নেতা অরিজিৎ বক্সীর অভিযোগ, 'তৃণমূল আশ্রিত গুন্ডারাই এই হামলা চালিয়েছে।' সব্যসাচী দত্তের অনুগামীরা এই হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন। এই ঘটনার পরেই বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। যদিও এবিষয়ে সব্যসাচী দত্তর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বন্ধ করুন