বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ঠিক মতো CBI তদন্ত হলে ৬০ শতাংশ তৃণমূল নেতা জেলে থাকত: রাহুল সিনহা

ঠিক মতো CBI তদন্ত হলে ৬০ শতাংশ তৃণমূল নেতা জেলে থাকত: রাহুল সিনহা

রাহুল সিনহা।

এদিন বর্ধমান শহরের কালনাগেট থেকে ইচ্ছলাবাদ পর্যন্ত পদযাত্রা করেন রাহুল সিনহা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভোটের নামে কী হচ্ছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন।

এবার সিবিআইয়ের ওপর অনাস্থা প্রকাশ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার বর্ধমানে পুরভোটের প্রচারে গিয়ে রাহুলবাবু বলেন, ‘ঠিকমতো তদন্ত হলে তৃণমূলের ৬০ শতাংশ নেতা জেলে থাকত।’ সঙ্গে পুর নির্বাচন অবাধ হলে তৃণমূলের পায়ের তলায় মাটি থাকবে না বলেও দাবি করেন তিনি।

এদিন বর্ধমান শহরের কালনাগেট থেকে ইচ্ছলাবাদ পর্যন্ত পদযাত্রা করেন রাহুল সিনহা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভোটের নামে কী হচ্ছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন। সব ক্যামেরার সামনেই হচ্ছে। ঠিক মতো ভোট হলে তৃণমূলের পায়ের তলায় মাটি থাকবে না।’

এর পরই সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করেন রাহুলবাবু। বলেন, ‘সিবিআই যদি ঠিকঠাক কাজ করতো তাহলে তৃণমূলের রাজ্য থেকে জেলার ৬০ শতাংশ নেতা জেলে থাকতো। সিবিআই তদন্তে ঢিলেমি করছে। যারা মানুষের পয়সা লুঠ করেছে, সম্পত্তি গ্রাস করেছে একমাত্র জেলখানা ছাড়া তাদের আর কোন জায়গায় ঠাঁই নেই’।

বলে রাখি, গত ১০ ডিসেম্বর বর্ধমান পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে চিটফান্ডকাণ্ডে গ্রেফতার করে সিবিআই। তিনি বর্ধমান সন্মার্গ নামে একটি চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি সিবিআইয়ের। এই নিয়ে পুরভোটে ব্যাপক শোরগোল চলছে শহরজুড়ে।

 

বন্ধ করুন