প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলে চরম অসন্তোষ তৈরি হয়েছে। দফায় দফায় দলের নেতাকর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছে জেলায় জেলায়। এ নিয়ে একের পর এক তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। অনেকেই তৃণমূলের টিকিটকে ডিয়ার লটারির সঙ্গে তুলনা করেছেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কাটমানির রানি' বলে নিশানা করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'তৃণমূল নেত্রীর প্রতি দলের নেতাকর্মীদের গভীর আস্থা ছিল। কিন্তু, সেই আস্থা তিনি বজায় রাখতে পারেনি। মানুষের বিশ্বাস ছিল অত্যাচারের হাত থেকে তিনি রক্ষা করবেন। সেই বিশ্বাস থেকেই তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে দেখা যাচ্ছে তিনি এখন কাটমানির রানি হয়ে বসেছেন।'
প্রার্থী তালিকা নিয়ে নিয়ে তৃণমূলের ভিতরে যে অসন্তোষ দেখা গিয়েছে তা নিয়ে তোপ দেগে তিনি বলেন, 'কেউ দলের আদর্শের জন্য প্রার্থী হতে চাইছেন না। প্রত্যেকেই কাটমানি খাওয়ার জন্য প্রার্থী হতে চাইছেন। তাই নিয়ে তৃণমূলের অন্দরে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।'
অন্যদিকে, নবদ্বীপ বিধানসভা বিগত দিনে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন জগন্নাথ সরকার। এ প্রসঙ্গে শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়নের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, 'কেন্দ্রের উদ্যোগে শান্তিপুরের তাঁত শিল্পীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।' পাশাপাশি, কোল ইন্ডিয়া মারফত মায়াপুর ইসকন মন্দির পরিচালিত একটি স্কুল ভবন উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। এছাড়াও শান্তিপুর থেকে ব্যান্ডেল,খড়গপুর,দীঘা যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।