বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > কোন দলের জন্য ‘জলভরা সন্দেশ’ রেখেছে ‘আলোর’ শহর? চন্দননগরে পুরভোটে ইস্যু কী কী?

কোন দলের জন্য ‘জলভরা সন্দেশ’ রেখেছে ‘আলোর’ শহর? চন্দননগরে পুরভোটে ইস্যু কী কী?

‘আলোর’ শহরে কাদের ভাগ্য উজ্জ্বল হবে? কার জন্য ‘জলভরা সন্দেশ’ রেখে দিয়েছেন আমজনতা? তা ইভিএমে বন্দি হবে শনিবার (১২ ফেব্রুয়ারি)। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @IndianDiplomacy)

ঐতিহ্যের শহরে কোন দল পুরবোর্ড গঠন করবে?

‘আলোর’ শহরে কাদের ভাগ্য উজ্জ্বল হবে? কার জন্য ‘জলভরা সন্দেশ’ রেখে দিয়েছেন আমজনতা? তা ইভিএমে বন্দি হবে শনিবার (১২ ফেব্রুয়ারি)। শিলিগুড়ি, বিধাননগর এবং আসানসোলের সঙ্গে আগামিকাল চন্দননগর পুরনিগমেও নির্বাচন হতে চলেছে।

একনজরে চন্দননগর পুরনিগম

১৯৪৯ সালে স্বাধীন ভারতে যুক্ত হয় চন্দননগর। ছয় বছর পরেই পুরসভার তকমা পেয়েছিল। ১৯৯০ সালে তা পুরনিগমে পরিণত হয়। ঐতিহাসিকভাবে অধিকাংশ সময় বামেদের দখলে ছিল চন্দননগর। ১৯৯৬ সালে বোর্ড গঠন করেছিল কংগ্রেস। তারপর ফের চন্দননগর পুরনিগমে উড়েছিল লাল আবির। রাজ্যে পালাবদলের আগে ২০১০ সালের পুরনির্বাচনে চন্দননগরে জয়লাভ করেছিল তৃণণূল কংগ্রেস। ২০১৫ সালেও ক্ষমতা ধরে রেখেছিল ঘাসফুল শিবির। তবে পরবর্তীতে গোষ্ঠীকোন্দলে জর্জরিত হয় তৃণমূল।

আপাতত চন্দননগর পুরনিগমে মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। তবে শনিবার ৩২ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। নির্বাচনের আগেই ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পালের মৃত্যু হয়েছে। সেখানে আপাতত ভোট হচ্ছে না। ৩২ টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ১৭৯। প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে।

কোন কোন দল লড়াই করছে?

চন্দননগরে লড়াই করছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেসের। সেখানে আসন সমঝোতা করেনি কংগ্রেস এবং বাম। দু'পক্ষই ‘একলো চলো’ নীতি নিয়েছে। ‘সংযুক্ত নাগরিক কমিটি’-র ব্যানারে বামফ্রন্ট লড়াই করছে। ৩৩ টি ওয়ার্ডেই প্রার্থী তৃণমূল, বামফ্রন্ট এবং বিজেপি। কংগ্রেসের লড়াই করছে ১৯ টি ওয়ার্ডে।

ভোটে নিরাপত্তা

ভোটের দিন ৬৬৯ পুলিশ আধিকারিক মোতায়েন থাকবেন। চন্দননগরে ঢোকা ও বেরোনোর আটি জায়গায় নাকা চেকিং চলছে। গঙ্গায় পুলিশ বোটে প্যাট্রোলিং হচ্ছে। নাকা তল্লাশি চলছে ফেরিঘাটগুলিতে। নিরাপত্তায়  পুলিশ কমিশনারেটের এসিপি, ডিসি, এডিসিপি পদমর্যাদার অফিসাররা থাকবেন। পুলিশ কমিশনার অর্ণব ঘোষও থাকছেন। আরটি মোবাইল ভ্যান এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) থাকবে।

ভোটের ইস্যু

১) ডেঙ্গু: এবারের পুরভোটে ডেঙ্গুকে হাতিয়ার করছে বিরোধীরা। মশারি নিয়েও প্রচার চালিয়েছে বিরোধী দলগুলি।

২) নিকাশি ব্যবস্থা: স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা আছে। তা নিয়ে প্রচারও চালাচ্ছেন বিরোধী প্রার্থীরা। তাঁদের অভিযোগ, পুরনিগমে নিকাশির উপর জোর দেওয়া হয়নি। অনেক জায়গায় নোংরা জমে যায়। ড্রেনের গতিপথ রুদ্ধ হয়ে আছে।  তবে অনেকের আবার দাবি, কয়েকটি ওয়ার্ড নোংরা হলেও সার্বিকভাবে চন্দননগর পরিচ্ছন্ন শহর।

৩) তৃণমূলের গোষ্ঠীকোন্দল: গতবার গোষ্ঠীকোন্দলে জর্জরিত হয়েছিল পুরবোর্ড। যা আমজনতার মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছিল। সেই বিষয়টি কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধীরা। 

যদিও তৃণমূলের দাবি, শহরে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই উন্নয়নমূলক প্রকল্পে ভর করেই এবার পুরবোর্ড গঠন করবে তৃণমূল। 

ভোটে নজরকাড়া প্রার্থী

১) রাম চক্রবর্তী: ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। টানা পাঁচবারের বিধায়ক। 

২) ঐকতান দাশগুপ্ত: ১৪ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী।

ভোটযুদ্ধ খবর

Latest News

অসম-মেঘালয়ের ৫টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল, জিততে পারবে মমতার দল? একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেন্দু গড়ের আসন জেতার নির্দেশ রাম নবমীতে শ্রী রামকে নিবেদন করুন এই বিশেষ ৫ রকমের ভোগ, পূর্ণ হবে সব মনস্কামনা একদা বামমনস্ক থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী,সায়নী বললেন ‘লাল কাপড়টা এখন শুধু…' SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে?

Latest IPL News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.