বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > তাহেরপুর পুরসভায় দুর্গরক্ষা লাল ঝান্ডার, জয়ের নেপথ্যে উঠে এল একাধিক তথ্য

তাহেরপুর পুরসভায় দুর্গরক্ষা লাল ঝান্ডার, জয়ের নেপথ্যে উঠে এল একাধিক তথ্য

সিপিআইএম এই পুরসভার ক্ষমতা ধরে রাখল।

সাফল্য সামান্য মিললেও তা বাকিদের থেকে নিঃসন্দেহে ভাল। তাহেরপুর পুরসভার জয় সেই সাক্ষ্যই বহন করছে।

ঘাসফুল ঝড়ে যখন খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা তখন বাংলার মাটিতে এক চিলতে হলেও লাল আবির দেখা গেল। আর তাতেই কমরেডদের জুটল রক্তিম অভিনন্দন। দীর্ঘ হারের পর ঈশান কোণে লাল নিশান তাদের অক্সিজেন জুগিয়েছে। সাফল্য সামান্য মিললেও তা বাকিদের থেকে নিঃসন্দেহে ভাল। তাহেরপুর পুরসভার জয় সেই সাক্ষ্যই বহন করছে।

এখন তাহেরপুরে কেন বামেরা সাফল্য পেল?‌ এই প্রশ্ন এখন রাজ্য–রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ একুশের বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়া সিপিআইএম এই পুরসভার ক্ষমতা ধরে রাখল। নদিয়ার তাহেরপুর পুরসভার মোট ১৩টি ওয়ার্ড আছে। তার মধ্যে ৮টিতে জয় পেয়েছে সিপিআইএম। বাকি ৫টিতে জয়ী হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। এখানে সিপিআইএমের সাফল্য আসার প্রথম কারণটি হল, নতুন প্রজন্মের উপর তারা ভরসা রেখেছিল।

এছাড়া আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। এই পুরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে কাজ করেছে তারা। আর সংগঠনকে মজবুত করে জনসংযোগ অব্যাহত রেখেছিল। তাদের একটা বক্তব্য ছিল, কোনও দলবদলুকে তারা প্রার্থী করেনি। যা বিদ্যুৎ গতিতে কাজ করেছিল। ফলে দেখা যাচ্ছে এখানে বিজেপি কোনও আসন পায়নি। এমনকী তৃণমূল কংগ্রেসের আসন গতবারের থেকে কমেছে।

উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনেও এই পুরসভা বামেদের দখলে ছিল। তখন ৭টি ওয়ার্ড পেয়েছিল বামেরা। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৬টি আসন। সুতরাং সিপিআইএমের একটি আসন বেড়েছে তাহেরপুরে। তৃণমূল কংগ্রেসের কমেছে একটি আসন। এটা বরাবর বামেদের ‘শক্ত ঘাঁটি’ বলেই পরিচিত। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এখানের ১২টি ওয়ার্ডেই এগিয়ে গিয়েছিল বিজেপি। ভোট শতাংশের বিচারে দুইয়ে ছিল তৃণমূল কংগ্রেস, বামেরা ছিল তৃতীয় স্থানে। সেখানে নিজেদের গড় ধরে রাখা নিঃসন্দেহে বড় সাফল্য।

এই পুরসভায় বামেদের বিরুদ্ধে কোনও দুর্নীতি নেই। প্রচারে দুই দল নিজের নিজের কাজের ফিরিস্তিই দিয়েছিল। এখানে নাগরিক পরিষেবায় ১০০ শতাংশ কাজ করেছে সিপিআইএম। আর সেটাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে সক্ষম হয়েছিল। আর সেই ফসল এখন ঘরে তুলল তারা। এখানে এখন তারাই পুরবোর্ড গঠন করবে। যেখানে বিরোধী দল তৃণমূল কংগ্রেস।

এবারের পুরসভা নির্বাচনে মেদিনীপুর পুরসভায় ১টি ওয়ার্ড পেয়েছে বামেরা। রাজপুর–সোনারপুরেও একটি ওয়ার্ড পেয়েছে সিপিআইএম। গারুলিয়াতে ফরওয়ার্ড ব্লক একটি আসন পেয়েছে। গোবরডাঙা পুরসভাতেও একটি ওয়ার্ড পেয়েছে সিপিআইএম। অশোকনগরে দুটি ওয়ার্ড পেয়েছে সিপিআইএম। বীরভূমেও একটি ওয়ার্ড পেয়েছে সিপিআইএম। উত্তরপাড়ায় একটি ওয়ার্ড পেয়েছে সিপিআইএম। যা অক্সিজেন জুগিয়েছে বামেদের।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, লেখা সৌরভ-পত্নীর ফেসবুকে! পরে জানা গেল… ‘দরজাটা বন্ধ করে দিলেন’, মমতার বাড়ির সামনে হাউ-হাউ করে কেঁদে ফেললেন ডাক্তাররা কেন পালন করা হয় বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস? এই দিনটির গুরুত্ব কী আজ হাওড়া-গয়া বন্দে ভারতের সূচনা! কোন স্টেশনে কখন দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা প্রথম বন্দে মেট্রো চালু সোমে! কোন রুটে? লোকাল ট্রেনের মতো টিকিট, স্পিড ১১০ কিমি! ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.