বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ওপরে করলে হবে না, নীচে করতে হবে: দিলীপ ঘোষ

ওপরে করলে হবে না, নীচে করতে হবে: দিলীপ ঘোষ

শনিবার কৃষ্ণনগরে দিলীপ ঘোষ।

তিনি বলেন, ‘আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাইছি। তাই বিজেপি কর্মীরা মাঠে ময়দানে লড়াই করছেন। রাজ্যে ২০০-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। পুলিশ হাজার হাজার কর্মীকে ভুয়ো মামলা দিয়েছে।

রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তৃণমূল স্তরে পরিবর্তন করতে হবে। পুরনির্বাচনের প্রচারে শনিবার কৃষ্ণনগরে চা চক্রে যোগ দিয়ে এভাবেই ভোট চাইলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে সব পাবেন শুধু ভোট দিতে পারবেন না। ওটা শাসকদলের লোকেরা দিয়ে দেবে।

শনিবার সকালে কৃষ্ণনগর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্মশান কালীবাড়ি এলাকাসহ আরো কয়েকটি জায়গায় চা-চক্রে যোগ দেন দিলীপবাবু। তৃণমূলকে আক্রামণ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে টাকা পাঠানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই। টাকা যাচ্ছে কোথায়? উড়ে যাচ্ছে? টাকা কোথায় যাচ্ছে জানতে গেলে তাঁর ভাইদের দিকে দেখতে হবে। তাদের বাড়ি - ঘর গাড়ি দেখলে বোঝা যায় টাকা কোথায় যাচ্ছে। তাদের চেহারা, হাতের চেন, কানের দুল আর লাল চুল সব বলে দেয়।’

তিনি বলেন, ‘আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাইছি। তাই বিজেপি কর্মীরা মাঠে ময়দানে লড়াই করছেন। রাজ্যে ২০০-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। পুলিশ হাজার হাজার কর্মীকে ভুয়ো মামলা দিয়েছে। গণতন্ত্রটাই নষ্ট করে দেওয়া হয়েছে গত ৪০ বছর ধরে। আপনি ইলেক্ট্রিকের বিল দেবেন, স্কুলে বাচ্চার বিল দেবেন, কিন্তু ভোটটা দিতে পারবেন না। সেটা সরকারের লোকরাই দিয়ে দেবে।’

দিলীপবাবু বলেন, ‘এই হিংসার রাজনীতি বন্ধ করতে হবে। তাই বিজেপি লড়াই করছে। লোকসভা ও বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বাংলার মানুষ গত বিধানসভা নির্বাচনে বাম – কংগ্রেসকে সাফ করে দিয়েছে। যাদের এক সময় ৩৬ জন সাংসদ ছিল আজ তাদের একটাও সাংসদ নেই। বাংলার মানুষ ভেবেচিন্তে ভোট দেয়। তাই মানুষের কাছে আমরা এসেছি। একবার মূলে পরিবর্তন করুন। যেখানে এই দুর্নীতি ও হিংসার উৎস। ওপরে করলে হবে না নীচে করতে হবে। এই নীচের পরিবর্তনের জন্য পৌরসভা নির্বাচন।’

 

বন্ধ করুন