শিলিগুড়ির মেয়র হিসেবে শপথ নেওয়ার পরেই শহরের উন্নয়নের ওপর জোর দিলেন গৌতম দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িকে করার জন্য গৌতম দেবকে নির্দেশ দিয়েছিলেন। মেয়র হওয়ার পর সেই লক্ষ্যেই শিলিগুড়িকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৌতম দেব। পুরসভার পরিষেবাকে আরও উন্নত করার পাশাপাশি মানুষকে সমস্ত রকমের সুবিধা এবং পরিষেবা দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন নয়া মেয়র। যে সমস্ত সমস্যা রয়েছে ধরে ধরে সেগুলির সমাধান করার সংকল্প নেন গৌতম দেব। এর জন্য পুরোদমে কাজ করা হবে বলে তিনি মঙ্গলবার জানিয়েছেন।
তিনি জানান, ‘কোনওরকমের প্রশাসনিক কাজের জন্য মানুষ যাতে অনেক দূরে না গিয়ে শিলিগুড়িতে থেকেই সেই কাজ করতে পারেন তার ব্যবস্থা করা আমাদের মূল লক্ষ্য।’ পাশাপাশি মানুষকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ, শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং যানজট মুক্ত করার ওপর জোর দিয়েছেন গৌতম দেব। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রচুর সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। আমরা সেই সমস্যা ধরে ধরে সমাধান করব।’ তিনি আরও বলেন, ‘আমরা মাস বা বছর হিসেবে কাজ করব না, আমরা দিন ধরে কাজ করব। বেশ কিছু ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করেছি।’
প্রসঙ্গত, আজ মেয়র গৌতম দেব ছাড়া চেয়ারম্যান হিসেবে শপথ নেন বর্ষীয়াণ তৃণমূল নেতা তথা ২৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী প্রতুল চক্রবর্তী। তাছাড়া, শিলিগুড়ি পুরসভার সমস্ত জয়ী প্রার্থীরা এদিন শপথ নেন। প্রত্যেক কাউন্সিলাদের এদিন শপথ বাক্য পাঠ করান দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনমবলম। শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে মুল অনুষ্ঠানটি পরিচালনা করেন ১০ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী কমল আগরওয়াল। শপথ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত মেয়র দায়িত্ব পেয়ে আপ্লুত হয়ে বিরোধীদের সঙ্গে নিয়েই শিলিগুড়ি শহরকে উন্নয়য়নের মোড়কে মুড়ে ফেলার বার্তা দেন গৌতম দেব। মুখ্যমন্ত্রী যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবেই শিলিগুড়ি শহরকে গড়ে তুলবেন বলে জানান।