বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > '৭৩-৭৪ তো হল, থামার একটা বয়স আছে', ভোটে জিতে অশোককে 'রিটায়ার' খোঁচা গৌতমের

'৭৩-৭৪ তো হল, থামার একটা বয়স আছে', ভোটে জিতে অশোককে 'রিটায়ার' খোঁচা গৌতমের

গৌতম দেব এবং অশোক ভট্টাচার্য

আপাতত যা পরিসংখ্যান, তাতে প্রাপ্ত ভোটের নিরিখে শিলিগুড়িতে তৃতীয় স্থানে আছে বাম।

‘ম্যাজিক’ দেখাতে পারলেন না অশোক ভট্টাচার্য। নিজের খাসতালুকে ভরাডুবির মুখে পড়ল দল। হেরে গেলেন নিজেও। তারপরই প্রাক্তন পুরমন্ত্রীকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। বললেন, অশোকের বয়স তো ৭৩-৭৪ হয়ে গিয়েছে। সকলেরই থেমে যাওয়ার একটা বয়স আছে।

এবার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন গৌতম। ৩,০০০-র বেশি ভোটে জিতে গিয়েছেন। সেই জয়ের পর আবির খেলায় মেতে ওঠেন। তারইমধ্যে অশোককে খোঁচা দেন তিনি। বলেন, ‘অশোকবাবুর (অশোক ভট্টাচার্য) ৭৩-৭৪ বছর হয়ে গিয়েছে। থামতে তো হবে একটা সময়।’ 

অশোক ৫১০ ভোটে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন। গত বছর বিধানসভা ভোটেও হেরে গিয়েছিলেন। যে শংকর মালাকারের কাছে ৬০,০০০-এর বেশি ভোটে হেরেছিলেন অশোক, সেই বিজেপি বিধায়ককে নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি গৌতম। তারইমধ্যে গৌতম বলেন, ‘১৩-১৪ বছরের একটা বৃত্ত সম্পূর্ণ করলাম। এটা শিলিগুড়িবাসীর জয়। বিরোধী দলের রাজনীতি করার পরিসর সম্প্রসারিত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় নিবেদন করতে চাই।’

আপাতত যা পরিসংখ্যান, তাতে প্রাপ্ত ভোটের নিরিখে শিলিগুড়িতে তৃতীয় স্থানে আছে বাম। যে দল গতবার পুরভোটে জিতে বোর্ড গঠন করেছিল। সঙ্গে প্রচার চালিয়েছিল ‘শিলিগুড়ি মডেল’ নিয়ে। সেই শিলিগুড়ি পুরনিগমে এখনও পর্যন্ত শিলিগুড়িতে তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৪৭ শতাংশ। বিজেপি পেয়েছে ২৪ শতাংশ ভোট। সিপিআইএমের ঝুলিতে ১৮ শতাংশ ভোট এসেছে।

বন্ধ করুন