মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দুই বছর পর ফের পুরভোট অনুষ্ঠিত হয় রাজ্য। গত রবিবার ইভিএমে জমা পড়ে জনসাধারণের মত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই পুরভোট ছিল কতকটা ‘ইউনিট টেস্ট’-এর মতো। একটা সময়ে যে মেদিনীপুরের মাটিতে বিজেপি ধীরে ধীরে পায়ের তলায় জমি শক্ত করেছিল, সেখানে এখনও কতটা শক্ত রয়েছে পদ্ম ঘাঁটি? নাকি বিধানসভা নির্বাচনের ফর্ম বজায় রাখতে সক্ষম হবে তৃণমূল?
কোন জেলায় কোন কোন পুরসভা তৃণমূলের দখলে
পূর্ব মেদিনীপুরে ২টি (তমলুক, কাঁথি) এবং পশ্চিম মেদিনীপুরে ৭টি (চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর) পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস। আরও জেলার ফল জানতে ক্লিক করুন এখানে
কাঁথির চেয়ারম্যান কে?
কাঁথি পুরসভার নিয়ন্ত্রণ হারালেন শিশির অধিকারী এবং তাঁর পরিবার। হাতছাড়া হল কাঁথি পুরসভা। যা চার দশক ধরে অধিকারীদের দখলে ছিল। এবার কাঁথিতে বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস।
খড়্গপুরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি আসনে জয়ী তৃণমূল
রেলশহর খড়্গপুরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৬ নং ওয়ার্ডে জিতলেন প্রদীপ সরকার। তবে, ‘ইন্দ্রপতন’ ৩৩ নং ওয়ার্ডে। বিজেপি প্রার্থী তথা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের কাছে প্রায় দেড় শতাধিক ভোটে পরাজিত হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জহর পাল। ৩৫ নং ওয়ার্ডে তাঁর বৌমা তথা ‘নির্দল’ প্রার্থী জয়া পালও পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কবিতা দেবনাথের কাছে। খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ড ছাড়াও ১৩, ১৬, ২৬, ৩১ ও ৩২ ওয়ার্ডেও জয়লাভ করেছে বিজেপি।
বিরোধীশূন্য রামজীবনপুর পৌরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ১১ টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।
১ নম্বর ওয়ার্ড থেকে ২২৩ ভোটে জয়ী হয়েছে পম্পা দত্ত,
২ নম্বর ওয়ার্ড থেকে ৪২৪ ভোটে জয়ী হয়েছে শিবু প্রসাদ ঘড়ুই,
৩ নম্বর ওয়ার্ড থেকে ৮৩২ ভোটে জয়ী হয়েছে কল্যান তেওয়ারি,
৪ নম্বর ওয়ার্ড থেকে ৩০৩ ভোটে জয়ী হয়েছেন শম্ভু দাস,
৫ নম্বর ওয়ার্ড থেকে ৫৩২ ভোটে জয়ী হয়েছেন শিউলি সিং ভট্টাচার্য,
৬ নম্বর ওয়ার্ড থেকে ৬৫৭ ভোটে জয়ী হয়েছেন নির্মল চৌধুরী,
৭ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯ ভোটে জয়ী হয়েছেন উত্তম চৌধুরী,
৮ নম্বর ওয়ার্ড থেকে ৩৫০ ভোটে জয়ী হয়েছেন প্রতিমা সিং,
৯ নম্বর ওয়ার্ড থেকে ৪৭ ভোটে জয়ী হয়েছেন মানবিকা সামুই,
১০ নম্বর ওয়ার্ড থেকে ৬৫৭ ভোটে জয়ী হয়েছেন জয়ন্ত আস,
১১ নম্বর ওয়ার্ড থেকে ১৬৫ ভোটে জয়ী হয়েছেন সুজিত পাঁজা।
খড়ার পৌরসভায় ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা নির্বাচনের ফলাফলে ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড দখল করল তৃণমূল, বাকি দুটি ওয়ার্ড বিজেপির দখলে।
১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গণেশ বাগ,
২ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা ভট্টাচার্য,
৩ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রাজীবলোচন কোলা,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বাবালু গাঙ্গুলি,
৫ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণী সিংহ,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পূর্বা ভুইঞা,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অদ্যুৎ মণ্ডল,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র,
৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রীনা জানা,
১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সন্ন্যাসীচরণ দোলই।
ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৯টি
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল, একটি দখল করল নির্দল, তবে কোন ওয়ার্ডে পাত্তা পেল না বিজেপি।
১ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সমাপ্তি পণ্ডিত,
২ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপিয়া রায়,
৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বীরেশ্বর পাহাড়ি,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুনীতি হালদার,
৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দুর্গাশঙ্কর পান,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিমলেন্দু কিস্কু,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আল্পনারানী পাত্র,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালতী দাস,
৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নিতাই সিংহ,
১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিকাশ দাস,
তবে কোন ওয়ার্ডে জয় পায়নি বিজেপি।
চন্দ্রকোণা পৌরসভার ১২টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভার ১২টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।
১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন অভিজিৎ রায়,
২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন প্রতিমা পাত্র,
৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বনশ্রী সাহা,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন গোবিন্দপ্রসাদ দাস,
৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিলু মান্না,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সৌরভ চক্রবর্তী,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সুনীতা খাঁড়া,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন মেনকা ধাড়া,
৯ নম্বর ওয়ার্ড সমর দোলই,
১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সোমা চৌধুরী কোলে,
১১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন অর্চনা ধাড়া,
১২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন প্রদীপ কুমার সাঁতরা।
দিলীপ গড়ে শূন্য বিজেপি
মেদিনীপুরে ২০টি আসন তৃণমূলের দখলে, তিনটি বাম, একটি নির্দল ও একটি কংগ্রেসের দখলে গিয়েছে।
অধিকারী গড়ে হার বিজেপি বিধায়কেরই
অধিকারীগড়ে তৃণমূল কংগ্রেসের রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপির প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিং। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন ৭৭ ভোটে।
বিরোধী–শূন্য ঘাটাল
ঘাটাল পুরসভা বিরোধী–শূন্য হয়ে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে।
তমলুকে বড় জয় তৃণমূলের
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করল ১৮টি ওয়ার্ড, বিজেপির ঝুলিতে গেল দুটি ওয়ার্ড।
১ নং ওয়ার্ডে ১৪১৩ ভোটে জয়ী হয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়,
২ নং ওয়ার্ডে ১১২৮ ভোট জয়ী হয়েছেন তৃণমূলের বৈশাখী মাইতি,
৩ নং ওয়ার্ডে ১৫৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের তৃপ্তি ভট্টাচার্য,
৪ নং ওয়ার্ডে ৯৭৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের বিমল চন্দ্র ভৌমিক,
৫ নং ওয়ার্ডে ১৯১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুফিয়া বেগম,
৬ নং ওয়ার্ডে ৩৩১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের স্বস্তিকা দাস,
৭ নং ওয়ার্ডে ৮৭৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের চন্দন দে,
৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সৌমেন চক্রবর্তী, তিনি জিতেছেন ১৫৪ ভোটে,
৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের আনোয়ারা বেগম, জিতেছেন ১৭২৮ ভোটে,
১০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পার্থ সারথী মাইতি, জিতেছেন ৪৮২ ভোটে,
১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গৌতম কুমার পাল, জিতেছেন ৩৪০ ভোটে,
১২ নং ওয়ার্ডে জয়ী তৃনমূলের লীনা মাভোই রায়, জিতেছেন ১১৯৮ ভোটে,
১৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপির জয়া দাস নায়েক, জিতেছেন ১২০ ভোটে,
১৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈদ্যনাথ সিনহা, জিতেছেন ৮৪২ ভোটে,
১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুব্রত রায়, জিতেছেন ২২৩ ভোটে,
১৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবশ্রী দাস মাইতি, জিতেছেন ৭৮৭ ভোটে,
১৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অলোক সাঁতরা, জিতেছেন ৪৪৬ ভোটে,
১৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের কানাইলাল দাস, জিতেছেন ৩১২ ভোটে,
১৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির সবরী চক্রবর্তী, জিতেছেন ১৮৫ ভোটে,
২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চঞ্চল কুমার খাঁড়া, জিতেছেন ১১৩৪ ভোটে।
খড়গপুরে জয়ী হিরণ
খড়গপুরে বিজেপি প্রার্থী তথা স্থানীয় বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় জয়ী
তমলুকে 'আটকে' গেল তৃণমূল
২০ ওয়ার্ড বিশিষ্ট তমলুকে আটটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পাঁচটি করে আসনে জয়ী বিজেপি ও কংগ্রেস
কাঁথি পুরসভা ফলাফল
৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আলেম আলি খান
২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শঙ্কর লাল দাস
৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রিনা দাস।
৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী লিনা দাস। পরাজিত বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি।
১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শেখ সাবুল
১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য
৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দেবাশিস পাহাড়ি
৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পম্পা জানা মাইতি
১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপির অরূপ দাস (বিধায়ক দক্ষিণ কাঁথি)।
এগরায় ত্রিশঙ্কু পুরসভা!
এগরায় ত্রিশঙ্কু পুরসভা! এই পুসভায় বিজেপি ৫টি ও কংগ্রেস একটি ওয়ার্ডে এগিয়ে। ৭টি ওযার্ডে এগিয়ে তৃণমূল।
খড়গপুরে ৬টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি
খড়গপুরে ৬টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ১৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
কাঁথিতে পিছিয়ে বিজেপি
কাঁথিতে তিনটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, বাকি সবকটি আসনেই আপাতত এগিয়ে তৃণমূল
এগরায় হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-তৃণমূলের
এগরা পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াই শাসক-বিরোধীর, এই পুসভায় বিজেপি ৫টি ও কংগ্রেস একটি ওযার্ডে এগিয়ে। ৭টি ওযার্ডে এগিয়ে তৃণমূল।
চন্দ্রকোণার সব ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার মধ্যে চন্দ্রকোণা, এই পুরসভায় মোট ১২টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
খড়গপুরে শূন্য বিজেপি
খড়গপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১টি ওয়ার্ডে, ২টি আসনে এগিয়ে বাম, বিজেপি একটি আসনেও এগিয়ে নেই
তমলুকে শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই
তমলুকে শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল কংগ্রেস ৮টি, বিজেপি ও কংগ্রেস পাঁচটি করে এবং বাম একটি ওয়ার্ডে এগিয়ে এই পুরসভায়
কাঁথিতে জয়ী সুপ্রকাশ গিরি
রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি জয়ী কাঁথি পুরসভায়
ঘাটালে ফুটল ঘাসফুল
ঘাটালে ১১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
কাঁথিতে মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি
কাঁথইতে মাত্র একটি আসনে এগিয়ে বিজেপি, এই পুরসভার ৬টি ওযার্ডে এগিয়ে তৃণমূুল কংগ্রেস।
তৃণমূলের দখলে রামজীবনপুর
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম রামজীবনপুর। এই পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১১।
এগরা পুরসভা
পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভার অন্যতম হল এগরা। এই পুরসভায় মোট ১৪টি ওয়ার্ড রয়েছে। গত পুরনির্বাচনে এই পুরসভায় বোর্ড গঠন করেছিল ঘাসফুল শিবির।
তমলুক পুরসভা
পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভার অন্যতম হল তমলুক। এই পুরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। গত পুরনির্বাচনে এই পুরসভায় বোর্ড গঠন করেছিল ঘাসফুল শিবির। তবে শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনে সমীকরণ পাল্টেছে এই জেলায়।
কাঁথি পুরসভা
পূর্ব মেদিনীপুর তথা গোটা বাংলার অন্যতম প্রাচীন শহর কাঁথি। প্রায় এক লাখের কাছাকাছি এই পুরএলাকার জনসংখ্যা। ‘অধিকারী বনাম গিরি’-র লড়াই এই পুরসভায়। দীর্ঘ কয়েক দশক এই পুরসভার প্রধান পদে থেকেছেন শান্তি কুঞ্জেরই কোনও বাসিন্দা। তবে এই প্রথমবার অধিকারী পরিবারের কোনও সদস্য পুরভোটে লড়েননি। তা সত্ত্বেও এই পুরসভার দিকে নজর গোটা বাংলার। কাঁথি পুরসভাতে মোট ২১ টি ওয়ার্ড রয়েছে। গত পুরভোটে এখানে তৃণমূল জিতেছিল। তবে এরপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে। অধিকারীরা জোড়াফুল ছেড়ে নাম লিখিয়েছেন পদ্মফুলে। এই পরিস্থিতিতে এই পুরসভা শান্তি কুঞ্জের জন্য প্রেস্টিজ ফাইট।
খড়ার পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম খড়ার। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১০।
ঘাটাল পুরসভা
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পুরসভা ঘাটাল। এই পুরসভায় মোট ১৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিবছর বন্যায় ডুবে যাওয়ার জন্য শিরোনামে থাকে ঘাটাল। রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থা, পানীয় জলের সমস্যা এখানের নির্বাচনের অন্যতম মূল ইস্যু ছিল। অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী তৃণমূলের হয়ে ঘাটাল থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন টানা দু’বার। তবে গত বিধানসভায় এখানে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শীতল কপাট। তবে লোকসভা, বিধানসভা নির্বাচনের থেকে পুরভোটে সমীকরণ পাল্টে যায় বলে মত বিশ্লেষকদের।
ক্ষীরপাই পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম ক্ষীরপাই। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১২।
চন্দ্রকোণা পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার মধ্যে চন্দ্রকোণা অন্যতম। মেদিনীপুর বা খড়গপুরের তুলনায় ছোট হলেও রাজনৈতিক দিক দিয়ে এই পুরসভার গুরুত্ব অনেক। এই পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে।
রামজীবনপুর পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম রামজীবনপুর। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১১।
খড়গপুর পুরসভা
‘মিনি ভারত’ খ্যাত খড়গপুর পুরসভাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। মোট ৩৫টি ওয়ারড রয়েছে এই পুরসভার অধীনে। এই পুরসভায় এবার অন্যতম তারকা প্রার্থী বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। এককালে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত খড়গপুরে শক্তিবৃদ্ধি হয়েছে বিজেপির। তবে লোকসভা, বিধানসভা নির্বাচনের থেকে পুরভোটে সমীকরণ পাল্টে যায় বলে মত বিশ্লেষকদের।
মোদিনীপুর পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম মোদিনীপুর। এই পুরসভায় মোট ২৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয় গত রবিবার। গত পুরনির্বাচনে এই পুরসভায় বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস।
দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা
দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা মিলিয়ে ১৭৭টি ওয়ার্ড রয়েছে। পশ্চিম মেদিনীপুরে ৭টি - চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে মোট ৩টি - তমলুক, কাঁথি, এগরা পুরসভা রয়েছে।