বাইশের পুরসভা ভোটে কার্যত ধূলিকণার মতো উড়ে গিয়েছে বিজেপি। একটিও পুরসভাকে নিজেদের দখলে করতে পারেনি গেরুয়া শিবির। ভোটগ্রহণপর্ব থেকেই তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আসছে বিজেপি। তারা ভোটের ফলাফল কে একেবারেই মেনে নেয়নি। পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু, পুরসভার ফল নিয়ে কার্যত উল্টো সুর শোনা গেল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, ‘ভোটের ফল মাথা পেতে মেনে নেওয়া উচিত।’ এখন কেন এরকম কথা বলছেন লকেট চট্টোপাধ্যায়? তার পিছনে কি রয়েছে অভিমান নাকি অন্য কোনও কারণ? তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিধানসভায় আমরা ৩৮ শতাংশ ভোট পেয়েছিলাম। কিন্তু এবার তা ১৬ শতাংশ নেমে এসেছে। এই হার আমাদের মাথা পেতে মেনে নেওয়া উচিত।’ এবারের পুরভোটে ২১৭১ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৬৪ টি ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। এরপরেই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘এই নির্বাচন কিভাবে হয়েছে বা নির্বাচনে মানুষের অংশীদারত্ব কতটা ছিল তা সকলেরই জানা। আমরা কোনওভাবেই ভোটের ফলকে মেনে নিচ্ছি না।’
তবে কেন এরকম কথা বললেন লকেট চট্টোপাধ্যায়? লকেট অবশ্য জানিয়ে দিয়েছেন, ‘কেন এত খারাপ ফল হল তা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। আমাদের কোথায় ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করে সেগুলোকে পূরণ করতে হবে।’ তবে আগামী লোকসভা ভোটে বিজেপি ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী লকেট।