পুরভোট ও জিটিএ ভোটের আগে পাহাড়ে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে কলকাতার হোটেলে পাহাড়ের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে কার্যত একযোগে হাজির ছিলেন পাহাড় তৃণমূলের রোহিত শর্মা, বিনয় তামাং, মোর্চার পিটি ওলা, রোশন গিরিরা। তবে সেই বৈঠকে ছিলেন না প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। সূত্রের খবর, তাঁর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তৃণমূল। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাসরা। আর এখানেই তাৎপর্যপূর্ণ বিষয় বিনয় ও রোশনরা একযোগে বৈঠকে হাজির হলেও অনীত থেকে গেলেন আলাদাই।
তবে দল সূত্রে খবর, পাহাড়ে কোনওভাবেই যাতে বিজেপি সুবিধা করতে না পারে সেকারণে অত্যন্ত সাবধানে পা ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে অনীত থাপা তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। সেই অনীত থাপাকে বাদ দিয়ে পাহাড়ে ঘুঁটি সাজাতে চাইছে না তৃণমূল। এদিকে পাহাড় তৃণমূল কিংবা মোর্চা নেতৃত্ব অনীত থাপাকে এড়িয়ে যেতে চাইলেও রাজ্য তৃণমূলের কাছে পাহাড় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ অনীত থাপা। সব মিলিয়ে বৈঠক আলাদা হলেও তৃণমূলের কাছে অনীতের গুরুত্ব কম কিছু নয়।
বিনয় তামাং জানিয়েছেন, আমাদের সঙ্গে রোশনরাও ছিলেন। অনীত থাপাদের কথা বলতে পারব না। রোশন গিরি জানিয়েছেন, আমরা তো তৃণমূলেরই জোটসঙ্গী। বিনয়রাও বৈঠকে ছিলেন। আর কারও কথা বলতে পারব না। তবে অনীত থাপা এনিয়ে কোনও মন্তব্য করেননি।
পুরভোট ও জিটিএ ভোটের আগে পাহাড়ে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে কলকাতার হোটেলে পাহাড়ে একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে কার্যত একযোগে হাজির ছিলেন পাহাড় তৃণমূলের রোহিত শর্মা, বিনয় তামাং, মোর্চার পিটি ওলা, রোশন গিরিরা। তবে সেই বৈঠকে ছিলেন না প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। সূত্রের খবর, তাঁর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তৃণমূল। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাসরা। আর এখানেই তাৎপর্যপূর্ণ বিষয় বিনয় ও রোশনরা একযোগে বৈঠকে হাজির হলেও অনীত থেকে গেলেন আলাদাই।
তবে দল সূত্রে খবর, পাহাড়ে কোনওভাবেই যাতে বিজেপি সুবিধা করতে না পারে সেকারণে অত্যন্ত সাবধানে পা ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে অনীত থাপা তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। সেই অনীত থাপাকে বাদ দিয়ে পাহাড়ে ঘুঁটি সাজাতে চাইছে না তৃণমূল। এদিকে পাহাড় তৃণমূল কিংবা মোর্চা নেতৃত্ব অনীত থাপাকে এড়িয়ে যেতে চাইলেও রাজ্য তৃণমূলের কাছে পাহাড় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ অনীত থাপা। সব মিলিয়ে বৈঠক আলাদা হলেও তৃণমূলের কাছে অনীতের গুরুত্ব কম কিছু নয়।
বিনয় তামাং জানিয়েছেন, আমাদের সঙ্গে রোশনরাও ছিলেন। অনীত থাপাদের কথা বলতে পারব না। রোশন গিরি জানিয়েছেন, আমরা তো তৃণমূলেরই জোটসঙ্গী। বিনয়রাও বৈঠকে ছিলেন। আর কারও কথা বলতে পারব না। তবে অনীত থাপা এনিয়ে কোনও মন্তব্য করেননি।
|#+|