বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > তৃণমূলের সঙ্গে বৈঠকে বিনয় তামাং-রোশন গিরি, 'আলাদা' থাকলেন অনীত

তৃণমূলের সঙ্গে বৈঠকে বিনয় তামাং-রোশন গিরি, 'আলাদা' থাকলেন অনীত

বিনয় তামাং

অনীত থাপা তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। সেই অনীত থাপাকে বাদ দিয়ে পাহাড়ে ঘুঁটি সাজাতে চাইছে না তৃণমূল।

পুরভোট ও জিটিএ ভোটের আগে পাহাড়ে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে কলকাতার হোটেলে পাহাড়ের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে কার্যত একযোগে হাজির ছিলেন পাহাড় তৃণমূলের রোহিত শর্মা, বিনয় তামাং, মোর্চার পিটি ওলা, রোশন গিরিরা। তবে সেই বৈঠকে ছিলেন না প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। সূত্রের খবর, তাঁর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তৃণমূল। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাসরা। আর এখানেই তাৎপর্যপূর্ণ বিষয় বিনয় ও রোশনরা একযোগে বৈঠকে হাজির হলেও অনীত থেকে গেলেন আলাদাই।

 

তবে দল সূত্রে খবর, পাহাড়ে কোনওভাবেই যাতে বিজেপি সুবিধা করতে না পারে সেকারণে অত্যন্ত সাবধানে পা ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে অনীত থাপা তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। সেই অনীত থাপাকে বাদ দিয়ে পাহাড়ে ঘুঁটি সাজাতে চাইছে না তৃণমূল। এদিকে পাহাড় তৃণমূল কিংবা মোর্চা নেতৃত্ব অনীত থাপাকে এড়িয়ে যেতে চাইলেও রাজ্য তৃণমূলের কাছে পাহাড় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ  অনীত থাপা। সব মিলিয়ে বৈঠক আলাদা হলেও তৃণমূলের কাছে অনীতের গুরুত্ব  কম কিছু নয়।

বিনয় তামাং জানিয়েছেন, আমাদের সঙ্গে রোশনরাও ছিলেন। অনীত থাপাদের কথা বলতে পারব না। রোশন গিরি জানিয়েছেন, আমরা তো তৃণমূলেরই জোটসঙ্গী। বিনয়রাও বৈঠকে ছিলেন। আর কারও কথা বলতে পারব না। তবে অনীত থাপা এনিয়ে কোনও মন্তব্য করেননি। 

 

পুরভোট ও জিটিএ ভোটের আগে পাহাড়ে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে কলকাতার হোটেলে পাহাড়ে একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে কার্যত একযোগে হাজির ছিলেন পাহাড় তৃণমূলের রোহিত শর্মা, বিনয় তামাং, মোর্চার পিটি ওলা, রোশন গিরিরা। তবে সেই বৈঠকে ছিলেন না প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। সূত্রের খবর, তাঁর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তৃণমূল। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন মলয় ঘটক, অরূপ বিশ্বাসরা। আর এখানেই তাৎপর্যপূর্ণ বিষয় বিনয় ও রোশনরা একযোগে বৈঠকে হাজির হলেও অনীত থেকে গেলেন আলাদাই।

তবে দল সূত্রে খবর, পাহাড়ে কোনওভাবেই যাতে বিজেপি সুবিধা করতে না পারে সেকারণে অত্যন্ত সাবধানে পা ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে অনীত থাপা তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত। সেই অনীত থাপাকে বাদ দিয়ে পাহাড়ে ঘুঁটি সাজাতে চাইছে না তৃণমূল। এদিকে পাহাড় তৃণমূল কিংবা মোর্চা নেতৃত্ব অনীত থাপাকে এড়িয়ে যেতে চাইলেও রাজ্য তৃণমূলের কাছে পাহাড় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ  অনীত থাপা। সব মিলিয়ে বৈঠক আলাদা হলেও তৃণমূলের কাছে অনীতের গুরুত্ব  কম কিছু নয়।

বিনয় তামাং জানিয়েছেন, আমাদের সঙ্গে রোশনরাও ছিলেন। অনীত থাপাদের কথা বলতে পারব না। রোশন গিরি জানিয়েছেন, আমরা তো তৃণমূলেরই জোটসঙ্গী। বিনয়রাও বৈঠকে ছিলেন। আর কারও কথা বলতে পারব না। তবে অনীত থাপা এনিয়ে কোনও মন্তব্য করেননি। 

|#+|

 

ভোটযুদ্ধ খবর

Latest News

মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.