বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > শিলিগুড়ি পুরভোটে তৃণমূলের পাশে মোর্চা, বার্তা গুরুংয়ের, স্বস্তিতে ঘাসফুল

শিলিগুড়ি পুরভোটে তৃণমূলের পাশে মোর্চা, বার্তা গুরুংয়ের, স্বস্তিতে ঘাসফুল

বিমল গুরুং (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বিমলের এই বার্তার পরে কিছুটা হলেও স্বস্তিতে সমতলের তৃণমূল।

পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান চাইছেন মোর্চা নেতা বিমল গুরুং। কিন্তু সামনেই শিলিগুড়ি পুরভোট। সেখানে ঠিক কী অবস্থান নিচ্ছেন বিমল? সেই প্রশ্নটাও উঠছে বার বার। তবে সম্প্রতি বিমল গুরুংয়ের একটি ফ্যান পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। বিমল গুরুং, দ্য গোর্খাল্যান্ড নামের ওই ফ্যানপেজে ভিডিওটি দেখা যায়, যেটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। যেটা আদতে একটি ইন্টারভিউয়ের অংশ বিশেষ। সেখানে আসন্ন পুরনির্বাচন নিয়েও বার্তা দিয়েছেন বিমল গুরুং। তবে এর আগেও মমতাকে জাতীয় নেত্রী দেখতে চেয়ে বার্তা দিয়েছিলেন গুরুং।

 

সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বার বারই গোর্খাল্যান্ড শব্দটি উল্লেখ করেছেন তাঁর বার্তায়। সেই সঙ্গেই পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানও চেয়েছেন তিনি। এর সঙ্গেই পুরভোট নিয়ে তাঁর বার্তা, শিলিগুড়ি পুরনিগমের ভোটে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে গোর্খা জনজাতিকে বলছি তৃণমূলকে সমর্থন করতে। তৃণমূলের সঙ্গে সমঝোতার মাধ্যম যাতে তরাই, ডুয়ার্স সহ পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের পথে এগোতে পারি সেটা দেখতে হবে। 

তবে বিমলের এই বার্তার পরে কিছুটা হলেও স্বস্তিতে সমতলের তৃণমূল। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিমলের বার্তায় শহর শিলিগুড়িতে বসবাসকারী অনেকেই প্রভাবিত হন। সেটা তৃণমূলের পক্ষে সুখকর। কারণ এখনও পাহাড়ে মোর্চার শেষ কথা বিমল গুরুংই। তাঁর বার্তা এখনও অনেকের কাছেই যথেষ্ট গ্রহণযোগ্য। পাশাপাশি পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের স্বপ্ন আজও দেখেন পাহাড়বাসী। সেক্ষেত্রে সেই আশাকেই বাস্তবে পরিণত করার কথা জানিয়েছেন গুরুং। তৃণমূলের এক রাজ্য নেতার মতে, বিমল গুরুং ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।  

 

ভোটযুদ্ধ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.